How to answer open ended questions in exam

1. What নিয়ে প্রশ্ন করা হলে কোনো তথ্য জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে Passage-টি ভালোভাবে পড়ে তথামূলক উত্তর নিতে হবে। যেমন-
Girls playing football is still not a common picture in Bangladesh. Guardians were not convinced as they were used to seeing girls helping mothers with household chores.

ওপরের Passage থেকে দুটি প্রশ্ন what দিয়ে করা যায়।

(i) What is not common picture in our country?
(ii) What is the guardians' general idea about their daughters?

প্রথম প্রশ্নটির উত্তর আমরা সরাসরি Passage থেকে কোনো পরিবর্তন না করে দিতে পারি:

Answer: Girls playing football is not a common picture in our country.

দ্বিতীয় প্রশ্নটির উত্তরও আমরা সরাসরি Passage থেকে কোনো পরিবর্তন না করে নিতে পারি:

Answer: The guardians' general idea about their daughters is that their daughters will help their mothers with household chores.

কিন্তু more creatively কিছুটা sentence structure-এর পরিবর্তন ঘটিয়ে উত্তর দিতে পারি:

Answer: Guardians were not used to seeing their girls in outdoor activities. Rather, they would help their mothers with domestic activities. 

উল্লেখ্য যে, তথ্য সঠিত রেখে sentence structure-এর পরিবর্তন ঘটিয়ে কিংবা passage-এর সাথে সামঞ্জস্যপূর্ণ অতিরিক্ত তথ্য সংযোজন করে more creatively উত্তর দেওয়াই শ্রেয়।

Open ended Questions-এর উত্তর করার সহজ কৌশল


2. Why দিয়ে প্রশ্ন করা হলে কোনো কারণ (Reason/cause) জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে সঠিক কারণটি উপস্থাপন করে উত্তর নিতে হবে। যেমন-
We spend money for different reasons. We buy foods, clothes or everyday essentials, pay for different services, entertain people, travel to places, help others in need or invest in business and thus spend money every day. In fact, spending money is a part of our life.

এপরের Passage থেকে why দিয়ে প্রশ্ন করা যায়:

Q. Why do we spend money?

ওপরের প্রশ্নটির উত্তর সরাসরি Passage থেকে প্রথম sentence-টি তুলে দিলে তা মোটেই ভালো হবে না। কাজেই more creatively সঠিক কারণটি উপস্থাপন করে আমরা উত্তর দিতে পারি। এভাবে 

Answer: We spend money for various reasons, Firstly, we spend money to buy foods, clothes or everyday essentials. Secondly, we spend money to pay different services. Thirdly, we spend money to entertain people, to travel to places and to invest in business.

3. How নিয়ে প্রশ্ন করা হলে কীভাবে কী সংঘটিত হয় তা জানতে চাওয়া হয়। যেমন-
My return was belated and fog filled the mountain passes so treacherously that... It was Monday noon before I reached the cabin.

ওপরের Passage থেকে How দিয়ে প্রশ্ন করা যায়:

Q. How did fog fill the mountain passes?

প্রশ্নটির উত্তর আমরা Passage থেকে সরাসরি দিতে পারি এভাবে:
Answer: Fog filled the mountain passes very treacherously.

কিন্তু more creatively প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে তথ্যের কোনো পরিবর্তন না ঘটিয়ে sentence structure-এর সামান্য পরিবর্তন ঘটিয়ে উত্তর দিতে পারি এভাবে—
Answer: There was fog everywhere and it filled the mountain passes very dangerously.

4. When দ্বারা প্রশ্ন করা হলে সময়কে মুচির করা হয়। যেমন__
Lalon Shah (1774-1890) is best known as an icon of the Baul tradition in Bengal, although he was also a philosopher, thinker and social reformer.

ওপরের Text থেকে when দিয়ে প্রশ্ন করা যায়:
(i) When was Lalon Shah born?
(ii) When did Lalon Shah die?

উপরের প্রশ্ন দুটির উত্তর দিতে Lalon Shah -এর নামের সাথে Bracket-এর মধ্যে থাকা সাপ দুটি থেকে তথ্য নিতে হবে। সুতরাং আমা উত্তর দিতে পারি এভাবে-

Answer: Lalon Shah was born in 1774.
Or, Lalon Shah was born in the 18th century.

Answer: Lalon Shah died in 1890.
Or, Lalon Shah died in the 19th century.

5. Who দিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তিবাচক উত্তর চাওয়া হয়। সেক্ষেত্রে 'who'-এর স্থলে ব্যক্তিবাচক উত্তরটি বসিয়ে প্রশ্নের বাকি অংশ বসাতে হবে। এভাবে__

Greek and Roman writers and travelers from abroad mentioned.

Sonargaon which was a prosperous trading post with a splendid river port. Ibn Battuta visited it in 1346 and was amazed by its splendor.

ওপরের Passage থেকে who দিয়ে প্রশ্ন করা যায়:

Q. Who visited Sonargaon in 1346?

উপরের Passage থেকে ‘who’-এর ফলে শুধু ব্যক্তিবাচক উত্তর দিয়ে প্রশ্নের বাকি অংশ নিয়ে উত্তর দেওয়া যায় এভাবে-

Answer: Ibn Battuta visited Sonargaon in 1346.

তবে অনেক ক্ষেত্রে who/whom দিয়ে object হিসেবে প্রশ্ন করা হলে, ব্যক্তিবাচক sentence এর গঠন [Subject verb + object + extension] অনুযায়ী object এর স্থলে বসাতে হবে। যেমন—

He became intimate, of course, with my pointer. Pat. There is a strange communion between a boyband a dog. Perhaps they possess the same singleness of spirit. the same kind of wisdom. It is difficult to explain, but it exists.

ওপরের Passage থেকে Object হিসেবে who/whom নিয়ে প্রশ্ন করা

Q. Who did he (Jerry) become intimate with?
Or, With whom did he (Jerry) become intimate? 

Answer: He Jerry) became intimate with Pat.

In the first. I was among the group of students who had secured the top positions in their Honours class and met Professor Abdul Matin Choudhury, our Vice-Chancellor in his office.

উপরের Passage-টি থেকে সরাসরি Who / Whom দিয়ে প্রশ্ন করা:

Q. Who/Whom did the speaker meet?

প্রশ্নটির উত্তর নিতে হলে Sentence- [Subject + verb + object + extension (যদি থাকে) অনুযায়ী এর স্থলে ব্যক্তিবাচক উত্তরটি বসালেই চলবে।

Answer: The speaker met Professor Abdul Matin Choudhury.

6. Where দিয়ে প্রশ্ন করা হলে ‘স্থানসূচক’ বা ‘স্থানবাচক’ উত্তর চাওয়া হয়। যেমন—
Ecotourism is popular in Indonesia at Komodo National Park. The park has an area of 233 square miles (603 sq. km) of land that is spread out over several islands and 469 square miles (1.214 sq km) of water.

ওপরের Passage থেকে where দিয়ে প্রশ্ন করা যায়:

Q. Where is ecotourism popular?

ওপরের প্রশ্নটি স্থানসূচক অর্থাৎ সরাসরি স্থানের নাম উত্তরে সংযুক্ত করতে হবে।
Answer: Ecotourism is popular in Indonesia.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url