কারক‌ এমসিকিউ প্রশ্ন

১.প্রভাতে উদিল রবি লোহিত বরণ' -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?


ক. অধিকরণে ৭মী✓

খ. অপাদানে ৭মী

গ. করণে ৩য়া

ঘ. কর্তায় ৭মী


ব্যাখ্যা: স্থান, কাল, পাত্র, সময়, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। এখানে যদি প্রশ্ন করা হয়- 'কখন লোহিত বরণ রবি উদিল (উঠল)?’- উত্তর পাওয়া যায় 'প্রভাতে' বা প্রভাতের সময়। 


২. 'আজকে’ নগদ কালকে ধার -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?


ক. অপাদানে ২য়া

খ. অধিকরণে ২য়া✓

গ. কর্মে শূন্য

ঘ. করণে ২য়


ব্যাখ্যা: স্থান, কাল, পাত্র, সময়, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়।


৩. কী সাহসে ওখানে গেলে? -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ৭মী

খ. কর্মে ৭মী✓

গ. করণে ৭মী

ঘ. অপাদানে ৭মী


ব্যাখ্যা: কী/কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম কারক পাওয়া যায়।


৪.অহঙ্কার পতনের মূল' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য

খ. করণে শূন্য✓

গ. অপাদানে শূন্য

ঘ. অধিকরণে শূন্য


৫. আমাদের একটি গল্প বলুন' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ষষ্ঠী✓
খ. কর্মে ২য়া
গ. অপাদানে ৫মী
ঘ. সম্প্রদানে ষষ্ঠী


৬. বাড়ি ঘুরে এস' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন

বিভক্তি?

ক. কর্মে ২য়া

খ. করণে ওয়া

গ. অপাদানে ১মা

ঘ. অধিকরণে ১মা✓

কারক‌ এমসিকিউ প্রশ্ন
৭.চোখ দিয়ে জল পড়ে।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ২য়া
খ. করণে ২য়া গ. অপাদানে ৩য়া✓ ঘ. অধিকরণে ৩য়া

৮.আমাকে যেতে হবে'। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক. কর্তায় ২য়া✓ খ. কর্মে ২য়া গ. অপাদানে ২য়া
ঘ. অধিকরণে ২য়া ব্যাখ্যা: বাক্যের কর্তা নিজেই কাজটি করবে বলে, এটি একটি কর্তৃকারক।

৯. ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য✓
গ. অপাদানে শূন্য
ঘ. সম্প্রদানে শূন্য
ব্যাখ্যা: আমি চলেছি রাস্তার সাহায্যে। তাই ‘রাস্তা' এখানে করণ কারক।
১০.নৌকায় নদী পার হলাম' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক. করণে ৭মী✓ খ. সম্প্রদানে ৪র্থী গ. অপাদানে ৫মী
ঘ. অধিকরণে ৭মী
ব্যাখ্যা: 'নৌকা' এর সাহায্যে নদী পার হলো, তাই 'নৌকা' এখানে করণ কারক।

১১. পড়াশোনায় মন দাও-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী✓
গ. অধিকরণ কারকে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী

১২. টাকায় অসাধ্য সাধন হয়'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে সপ্তমী
খ. করণ কারকে সপ্তমী✓
গ. অধিকরণ কারকে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী

ব্যাখ্যা: টাকার সাহায্যে অসাধ্য সাধন হয়। অর্থাৎ, টাকা এখানে সহায়ক হিসেবে কাজ করে। তাই এটি করণ কারক হবে।

১৩.বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে পঞ্চমী

খ. কর্তৃকারকে সপ্তমী✓

গ. কর্মকারকে পঞ্চমী

ঘ. কর্মকারতে সপ্তমী


১৪.ডাক্তার ডাক”- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে শূন্য

খ. কর্তৃকারকে দ্বিতীয়া

গ. কর্মকারকে শূন্য✓

ঘ. কর্মকারকে সপ্তমী


ব্যাখ্যা: কে/কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। এই বাক্যের কর্তা উহ্য রয়েছে। এখানে পুরো বাক্যটি এমন হতে পারে- ‘তুই ডাক্তার ডাক'। তাহলে বোঝা যাচ্ছে যে উক্ত বাক্যে 'ডাক্তার' শব্দটি 'কর্মকারক'। এখানে যদি বলা হয়- ‘কাকে ডাক?” তখন উত্তর হবে - 'ডাক্তার'।

১৫. “যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।” বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ষষ্ঠী
খ. কর্মে ষষ্ঠী
গ. অপাদানে সপ্তমী
ঘ. করণে শূন্য

১৬. ‘আপন পাঠেতে করহ নিবেশ’ - বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্ম কারকে তৃতীয়া
খ. করণ কারকে সপ্তমী
গ. অপাদান কারকে সপ্তমী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী✓

১৭. আমার গানের মালা আমি করব কারে দাম নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্মকারকে শূন্য
গ. করণ কারকে শূন্য✓
ঘ. অপাদান কারকে শূন্য

১৮. টাকায় টাকা হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য
খ. কর্মে সপ্তমী
গ. অপাদানের সপ্তমী✓
ঘ. অধিকরণে সপ্তমী

১৯.পাপে বিরত হও’ বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে তৃতীয়া
খ. অপাদান কারকে শূন্য
গ. অপাদান কারকে সপ্তমী✓
ঘ. অধিকরণ কারকে সপ্তমী

২০. প্রিয়জনের যাহা দিতে চায় তাই দিই দেবতারে - বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণের সপ্তমী
খ. কর্মে সপ্তমী✓
গ. অপাদানের সপ্তমী
ঘ. সম্প্রদানে সপ্তমী

২১. লাঠির ঘায়ে সবটি মারা পড়ল। বাকের নিম্ন রেখো শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃ কারকে ষষ্ঠী
খ. কর্ম কারকে ষষ্ঠী
গ. করুণ কারকে ষষ্ঠী✓
ঘ. অপাদান কারকে ষষ্ঠী

২২. ‘সেখানে বাঘের ভয় নেই’ - বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ষষ্ঠী
খ. কর্মকারকে ষষ্ঠী
গ. অপাদানে ষষ্ঠী✓
ঘ. অধিকরণের ষষ্ঠী

২৩. ‘ব্যায়ামে শরীর ভালো হয়’ -বাক্যে নিম্নের উপর শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্ম কারকে সপ্তমী
খ. করণ কারকে সপ্তমী✓
গ. অপাদান কারকে সপ্তমী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী

ব্যাখ্যা: আমরা জানি, যন্ত্র, উপকরণ, সহায়ক কিছু বোঝালে করণ কারক হয়।

২৪. গাড়ি স্টেশন ছাড়লো বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্মকারকে শূন্য
গ. করণ কারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য✓

ব্যাখ্যা: স্থান-কাল -পাত্র বোঝালে অধিকরণ কারক হয়। কিন্তু স্থান ত্যাগ করা বোঝালে অপাদান কারক হয়।

২৫. ‘বাড়ি থেকে’ নদী দেখা যায়’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী
খ. অধিকরণের পঞ্চমী✓
গ. কর্মে দ্বিতীয়া
ঘ. অপাদানের শূন্য

২৬. বিপদে মোরে রক্ষা কর - বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানের সপ্তমী✓
খ. কর্মে সপ্তমী
গ. করণে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী

২৭. ‘আমার গানের মালা আমি করবো করে দান' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী
খ. কর্মে সপ্তমী✓
গ. কর্তায় সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী

২৮. ‘হৃদয় আমার নাচের আজিকে'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ৭মী
খ. অধিকরণে ২য়া✓
গ. কর্মে ষষ্ঠী
ঘ. করণে ২য়া

২৯. “তিলে তৈল হয়'- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
ক. কর্তৃকারকে প্রথমা
খ. অপাদান কারকে সপ্তমী✓
গ. সম্প্রদান কারকে চতুর্থী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী

৩০. ‘টাকায় কি না হয়?' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক অপাদানে ৭মী
খ. কর্মে শূন্য
গ. করণে ৭মী✓
ঘ. কর্তায় ২য়া

৩১. ‘আমি বই পড়ি' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ১মা
খ. কর্মে শূন্য✓
গ. অপাদানে ১মা
ঘ. অধিকরণে ৫মী

৩২. 'পৃথিবীতে কে কাহার’- এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণ কারকে ৭মী বিভক্তি✓
খ. অপাদন কারকে ৭মী বিভক্তি
গ. কর্মকারকে ৭মী বিভক্তি
ঘ. কর্মকারকে ৫মী বিভক্তি

ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের আধার (স্থান), সময়, কে বলে অধিকরণ কারক। পৃথিবীতে কে কাহার? বাক্যটিতে 'পৃথিবী' একটি আধার বা স্থান। তাই অধিকরণ কারক। ‘পৃথিবী” মূল শব্দের সঙ্গে ‘তে’ বিভক্তি যুক্ত হওয়ায়, এটি ৭মী বিভক্তি।

৩৩. 'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য✓
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য

ব্যাখ্যা: আমরা জানি, ক্রিয়াপদকে 'কী' দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এখানে যদি প্রশ্ন করা হয়, 'শুক্রবার কী বন্ধ থাকে?' উত্তর হচ্ছে ‘বিদ্যালয়'। তাই বিদ্যালয় শব্দটি কর্মকারক। যেহেতু, 'বিদ্যালয়' এর সঙ্গে কোনও বিভক্তি যুক্ত হয়নি, তাই শূন্য বিভক্তি হবে। এখানে কিন্তু 'বিদ্যালয়' দ্বারা স্থানকে নির্দেশ করেনি, বরং ‘প্রতিষ্ঠান' কে নির্দেশ করেছে। নিচের কোনটি তৎসম শব্দ?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url