কারক এমসিকিউ প্রশ্ন
১. ‘প্রভাতে উদিল রবি লোহিত বরণ' -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী✓
খ. অপাদানে ৭মী
গ. করণে ৩য়া
ঘ. কর্তায় ৭মী
ব্যাখ্যা: স্থান, কাল, পাত্র, সময়, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। এখানে যদি প্রশ্ন করা হয়- 'কখন লোহিত বরণ রবি উদিল (উঠল)?’- উত্তর পাওয়া যায় 'প্রভাতে' বা প্রভাতের সময়।
২. 'আজকে’ নগদ কালকে ধার -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ২য়া
খ. অধিকরণে ২য়া✓
গ. কর্মে শূন্য
ঘ. করণে ২য়
ব্যাখ্যা: স্থান, কাল, পাত্র, সময়, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়।
ক. কর্তায় ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
ব্যাখ্যা: কী/কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম কারক পাওয়া যায়।
৪. ‘অহঙ্কার পতনের মূল' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য✓
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
ক. কর্মে ষষ্ঠী✓
খ. কর্মে ২য়া
গ. অপাদানে ৫মী
ঘ. সম্প্রদানে ষষ্ঠী
৬. বাড়ি ঘুরে এস' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন
বিভক্তি?
ক. কর্মে ২য়া
খ. করণে ওয়া
গ. অপাদানে ১মা
ঘ. অধিকরণে ১মা✓