How to write completing story

Completing a Story হলো এক ধরনের Composition বা রচনা। মূলত কিছু প্রদত্ত Outline সমূহকে একটি পূর্ণাঙ্গ গল্পে রূপান্তরিত করার মাধ্যমে শিক্ষার্থীদের Creativity বা সৃজনশীলতা যাচাই করার একটি মাধ্যম হলো Completing a Story।

Completing Story Rules


1. প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশ বিশেষ বা Outline দেওয়া থাকে। প্রদত্ত অংশবিশেষ অনুসারে সহজ ও সাবলীল ভাষায় গল্পটি লিখতে হয়।

2. গল্পের শুরুতে একটা Title বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে। মনে রাখবে, Completing a Story- এর জন্যে বরাদ্দ 7 নম্বরের মধ্যে শুধু Title- এর জন্যে 1 নম্বর বরাদ্দ থাকে।

3. গল্পটি অবশ্যই Past Tense ব্যবহার করে লিখতে হবে। 

4. গল্পের Moral Lesson বা নৈতিক শিক্ষার আলোকে Title লিখলে সবচেয়ে ভালো হয়। For example, A Friend in Need is a Friend Indeed অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু; যা গল্পের Title হিসেবে ব্যবহার করা হয়েছে। ইচ্ছে করলে গল্পের Title টি তোমরা অন্যভাবেও লিখতে পারো। যেমন: Two Friends অথবা Two Friends and The Bear। তবে তা প্রদত্ত Title টির মতো এত ভালো হবে না।

5. যদি গল্প জানা না থাকে তবুও কোনো সমস্যা নেই। প্রশ্নপত্রের Outline ব্যবহার করে নিজের মনের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করবে। তবে গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে।
How to write completing story

12 Tips To Write Better Stories

1. গল্পের প্রদত্ত outline- এর আলোকে মনে মনে সম্পূর্ণ গল্পের একটি plot তৈরি করবে।

2. গল্প যেভাবেই লেখা হোক না কেন এর মধ্যে যেন একটি moral lesson (নৈতিক শিক্ষা) থাকে।

3. গল্পে যতটা সম্ভব direct speech ব্যবহার করবে যাতে গল্পটি জীবন্ত হয়ে ওঠে। এক্ষেত্রে ইনভারটেড কমা (" ...") ব্যবহার করতে ভুল করো না।

4. প্রদত outlines থেকে গল্প লেখার সময় খেয়াল রাখবে যেন ঘটনাপ্রবাহ অপরিবর্তিত থাকে।

5. পরে outlines কখনোই পরিবর্তন করবে না, অর্থাৎ প্রদত্ত outlines পুরোপুরি ব্যবহার করবে।

6. অযথা বাড়তি কথা বর্জন করবে।

7. তোমার গল্পের structure সম্পর্কে ভাব। এটিতে অবশ্যই introduction / beginning (যা প্রশ্নে দেওয়াই থাকবে), middle / body end / Part conclusion থাকবে।

8. সতর্কভাবে climax- এর রূপায়ন করবে। বিষয়বস্তুর মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর পূর্বে প্রয়োজনীয় ব্যাখ্যা ও বিবরণ দাও।
9. Climax- এ পৌঁছানোর পরে যত দ্রুত সম্ভব গল্পের সমাপ্তি টেনে দাও।

10. গল্পে অংশগ্রহণকারী সব character ও place পর্যবেক্ষণ করতে চেষ্টা করো। Event- এর sequence অতীব গুরুত্বপূর্ণ।

11. তোমার মনোনীত tense- এর ব্যাপারে সতর্ক হতে হবে।

12. Informal English ব্যবহার করতে চেষ্টা করো। Phrase, simile, metaphor প্রভৃতির ব্যবহার তোমার গল্পকে বেশি আবেদনময়ী ও আনন্দদায়ক করে তুলবে। 


Points to ponder on story writing:

Story writing এর জন্য vocabulary paragraphing- এ দুটি বিষয়ও গুরুত্বপূর্ণ। নিম্নে vocabulary paragraphing সম্পর্কে আলোচনা করা হলো— 

1. Vocabulary: গল্প বলার ক্ষেত্রে a good range of vocabulary অত্যাবশ্যক। কারণ উপযুক্ত ফল পেতে সঠিক স্থানে সঠিক শব্দের প্রয়োগ দেখাতে হবে।

2. Paragraphing: Paragraphing- এর ক্ষেত্রে introduction (যা প্রশ্নে দেওয়াই থাকবে), middle / body conclusion- এ তিনটি বিষয় অত্যন্ত পুরুত্বপূর্ণ। 

3. Introduction: তোমার text- এর প্রশ্নেই দেওয়া থাকবে। এ অংশটি ভালোভাবে পড়ে বুঝতে হবে। 

4. Middle/Body: এখানে climax- এ পৌঁছাতে গল্পের মূল ঘটনাবলি উপস্থাপন করতে হবে।

5. Conclusion: তোমার text- এর conclusion খুবই গুরুত্বপূর্ণ। পাঠককে গল্পের পরিসমাপ্তিমূলক ধারণা দিতে হবে। তুমি তোমার গল্পকে নিম্নলিখিত উপায়ে শেষ করতে পারো।

A. Direct speech ব্যবহার করে।
B. তোমার feelings কিংবা mood প্রদর্শন করে।
C. Mystery suspense সৃষ্টি করে।
D. উত্তর পাওয়া যাবে এমন question করে।
E. চরম সত্য সম্পর্কে অভিমত প্রকাশ করে।
F. কোনো moral teaching (নৈতিক শিক্ষা) দিয়ে।

Story Complete করতে বিশেষভাবে লক্ষণীয়:

1. প্রচলিত বিভিন্ন story জানার জন্য story books পড়তে হবে।

2. Story- এর plot সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে।

3. প্রশ্নে প্রদত্ত অংশ ভালো করে পড়ে story- টির plot সাজাতে হবে।

4. অজানা বা কাল্পনিক কোনো পরিস্থিতির অবতারণা থাকলে তা যথাসাধ্য কল্পনার সাহায্যে যৌক্তিক ও মার্জিত (logical & fair) সমাপ্তি টানতে হবে।

5. ভাষা ব্যবহারের ক্ষেত্রে direct speech, inverted comma প্রভৃতি ব্যবহার করা যাবে।

6. মাঝে মাঝে small talk বা dialogue দেওয়া যাবে। শিক্ষার্থীকে Narrator (কথক) -এর ভূমিকা পালন করতে হবে।

7. মন্তব্যসহ শিক্ষণীয় বক্তব্য দিয়ে conclusion লিখতে হবে।

8. Story- এর title বা শিরোনাম হিসেবে গল্পের মূল 
চরিত্র কিংবা মূল বিষয় বা শিক্ষণীয় কোনো proverb (প্রবাদ বাক্য) দিয়ে লেখা যাবে।

9. Paragraph ও short composition- এর মতো এখানেও unity ও coherence বজায় রাখতে হবে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url