Classification of Verb

What is Verb?

Verb হলো এমন একটি word যা দ্বারা কোন কিছু করা, হওয়া, থাকা বোঝায়। For example, go, come, eat, play, have, has, feed etc.

Verb প্রধানত দুই প্রকার: যথা:

1. Finite Verb
2. Non-finite Verb

Finite verb কাকে বলে


1. Finite verb (সমাপিকা ক্রিয়া): যে Verb দ্বারা Sentence - এর বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় এবং Subject এর Person, Number ও Verb এর Tense অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে, তাদেরকে Finite verb বলে। যেমন:
1. He sings a song.
2. He knew it.

Finite Verb আবার দুই প্রকার: যথা:
A. Principal verb 
B. Auxiliary Verb

Principal verb কাকে বলে


A. Principal Verb: যেসব Verb অন্য কোনো Verb এর সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে- তাদেরকে Principal Verb বলে। মনে রাখতে হবে Principal Verb ছাড়া কোন Sentence হয় না। যেমন:

1. We play football.
2. We need some money.

Principal Verb কে ৩ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Transitive verb
2. Intransitive verb
3. Linking verb


Transitive verb কাকে বলে


1. Transitive Verb (সকর্মক ক্রিয়া): যে verb এর‌ object থাকে অর্থাৎ যে verb ‘কে‌’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া তাকে Transitive Verb বলে।
Or, যে verb এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন তাকে Transitive Verb বলে।

Example: 
1. She called me.
2. He wrote a letter.

Intransitive verb কাকে বলে


2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যে verb এর‌ object থাকে না অর্থাৎ যে verb ‘কে‌’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া না তাকে Intransitive Verb বলে।
Or, যে verb এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না তাকে Intransitive Verb বলে। (sing , fly, come, go, dance, swim, rise, cry, bark, laugh , arrive, live, lie, sleep, stop, sit, rest, fail, break, close, die, sink, smoke, surrender, open প্রভৃতি) Intransitive Verb।

Example:
1. The girl sings.
2. Bird flies.
3. Mother laughs.
4. She smiles a lot.
5. The little boy went to school.

B. Auxiliary Verb: যেসব Verb নিজে কোনো অর্থ প্রকাশ করে না বরং Tense, Voice বা Mood অনুসারে বিভিন্ন প্রকার Sentence গঠনে Principal Verb কে সাহায্য করে, তাদেরকে Auxilairy Verb বলে। যেমন: I am reading a novel.

Auxiliary Verb কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যথা:

A. Primary Auxiliary Verb: যে auxiliary Verb গুলো বাক্যে Tense এর বিভিন্নরূপে সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় Primary Auxiliary Verb বলে। Primary
Auxiliary Verb কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে।

1. Be (am, is, are, was, were, been, being)
2. Have (have, has, had, having)
3. Do (do, does, did)

B. Modal Auxiliary Verb: যে auxiliary Verb গুলো বাক্যের অর্থকে প্রভাবিত করা এবং ক্রিয়া সম্পাদনের জন্য ব্যবহার করা তাকে Modal Auxiliary Verb বলে।

Modal Auxiliary Verb কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।
1. Pure Model (can, could, may, might, shall, should, will, would, must)
4. Semi model (need, dare, used to, ought to etc)
Classification of verb

Non finite verb কাকে বলে

2. Non-finite verb (অসমাপিকা ক্রিয়া: যেসব verb দ্বারা Sentence এর বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং Subject এর‌ person, Number ও Verb- এর Tense অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না, তাদেরকে Non finite verb বলে।

Non-finite Verb  বা‌ Verbal তিন প্রকার
i. Infinitive
ii. Participle
iii. Gerund

i. Infinitive: To + verb এর base form অর্থাৎ verb এর present form এর পূর্বে to বসিয়ে Infinitive গঠন করা হয়। সাধারণত যেতে, খেতে, করতে, ধরতে ইত্যাদি অর্থ প্রকাশ করতে Infinitive ব্যবহৃত হয়।

👉Subject- Person, Number কোনো কোনো ক্ষেত্রে Infinitive - এর to উহ্য থাকে। এ ধরনের Infinitive - কে Bare Infinitive বলা হয়। make, let, hear, watch, see, observe, notice, need not, dare not etc.
1. Please help me do the work. (i.e. to do)
2. He watched the ship sink. (i.e. to sink)

ii. Participle: Verb এর যে form একই সাথে verb এবং adjective এর কাজ করে, তাকে Participle বলে। যেমন:
1. A barking dog seldom bites.
2. A killed snake can not cause any harm.
3. A lost opportunity never returns.

👉প্রথম বাক্যে ‘bark’ verb টির সঙ্গে ing যোগ করে  ‘barking’ শব্দটি ‘dog’ noun টির পূর্বে বসে adjective এর কাজ করছে। সুতরাং ‘barking’ verb form টি Participle. দ্বিতীয় বাক্যটিতে ‘kill’ verb- টির Past Participle form ব্যবহৃত হয়েছে। যার অর্থ নিহত হয়েছে। আবার এটি ‘snake’ noun টির পূর্বে বসে adjective এর কাজ করছে। সুতরাং ‘killed’ verb form টি Participle.

Participle তিন প্রকার‌:
1. Present participle
2. Past participle
3. Perfect participle

iii. Gerund (verb + ing): Verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে তা যদি একইসাথে verb এবং Noun এর কাজ করে তাকে Gerund বলে। যেমন:
1. Reading is a good habit.
2. Sleeping is necessary to life.
3. Swimming is a good exercise.

Transitive verb কত প্রকার


Transitive verb প্রধানত ৬ ভাগে ভাগ করা যায়।
1. Factitive verb
2. Causative verb
3. Reflexive verb
4. Reciprocal verb
5. Impersonal verb
6. Quasi passive verb

1. Factitive Verb (প্রযোজক ক্রিয়া): কোন transitive verb যখন object থাকা সত্ত্বেও অতিরিক্ত word এর সাহায্য সাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না তখন তাকে Factitive verb বলে। যেমনঃ We elected him class representative.
Or, 
যে সব verb গুলো বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য double (দুটি) object গ্রহন করে তাকে Factitive verb বলে। For example, He gave me a red pen.

1. We call him the liar.
2. We call him a liar.
3. We called him a liar.
4. We call him liar.✓

👉উপরের, বাক্যগুলোর মধ্যে We call him a liar, We called him a liar, We call him the liar incorrect কারণ হচ্ছে, কোনো sentence এ factitive verb থাকলে তাতে article ব্যবহার করা হয় না। তাই অপশন (1), (2) ও (3) সঠিক নয় বরং অপশন (4) সঠিক অপশন।

👉Factitive Verbs হলো: assign, appoint, call, choose, crown, deem, select, elect, make, name, label ইত্যাদি।

2. Causative Verb (ণিজন্ত ক্রিয়া): কোন verb এর Subject যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করায় তখন তাকে Causative Verb বলে। যেমনঃ feed, teach, inform, remind. etc Causative Verb. For example, I feed the babies.

Also Read: Subjective verb

3. Reflexive Verb (আত্মবাচক  ক্রিয়া): Transitive verb এর subject and object যদি একই ব্যাক্তি বা বস্তুকে বুঝায় তখন তাকে Reflexive Verb (আত্মবাচক  ক্রিয়া) বলে। For example, She fans herself

4. Reciprocal Verb (পারস্পরিক ক্রিয়া): যে transitive verb - Sentence এর Subject এবং Object –এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া ইত্যাদি অর্থ প্রকাশ করে তাকে Reciprocal Verb বলে। Kiss, call, respect, Marry, understand etc Reciprocal Verb.
Example:
1. Reena and Meena help each other.
2. Reena, Meena and Sinha know one another.

5. Impersonal Verb (অব্যক্তিগত ক্রিয়া): Impersonal “it  বা there” কোন verb এর Subject হলে তাকে Impersonal Verb বলে। যেমনঃ It has been raining since afternoon.

Intransitive verb কত প্রকার


Intransitive verb কে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে।

1. Cognate Verb (একজাতীয়/সমজাতীয় ক্রিয়া): যখন কোন Intransitive verb তার সমজাতীয় Noun কে Object রূপে গ্রহন করে Transitive – রূপে ব্যবহার হয় তখন তাকে Cognate Verb বলে।
Or,
যখন কোনো Intransitive verb সেই verb থেকে সৃষ্ট word কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Cognate verb বলে। যেমন-

1. He runs a race.
2. They die a heroic death.
3. He sleeps a sound sleep.
4. She dreams a sweet dream.
5. Eva sings a song.

2. Copulative Verb/Linking verb (সংযোজক  ক্রিয়া ): যে Verb Subject এবং complement এর মধ্যে সম্পর্ক ‌স্থাপন করে তাকে Copulative Verb/Linking verb বলে।
Example:
1. The rose smells sweet.
2. He was a doctor.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url