A cobbler and a banker completing story

Read the beginning of a story. Write ten new sentences to complete the story.
Once there lived a happy cobbler who passed his days in working and singing from morning till night. A rich neighbour of his was a banker who one day said to him, “How much a year do you earn?”----

Money is the Root of All Evils


Once there lived a happy cobbler who passed his days in working and singing from morning till night. A rich neighbour of his was a banker who one day said to him, “How much a year do you earn?”

The cobbler answered, “I never count in this way but I can somehow maintain my family.” The banker said, “I am going to end your poverty. Take these gold coins and remove your poverty.”

The cobbler took a bag full of coins and went to his house. He told his wife about the gold coins. His wife was very wise and she kept it as confidential.

After a few days, the cobbler sold those gold coins and started to build a palace. Then he left his hut and lived in that palace with his wife. He left his former job and spent his days in leisure. He appointed some servants to take care of his daily chores.

But it was a matter of regret that both he and his wife were in trouble. Their happiness faded somehow. They were not mentally happy as they always remained idle. They did not have a sound sleep They often thought about their wealth and were very tensed to save their wealth.

At last the cobbler went to the banker and told him about their present condition. The banker understood him well and advised him to take his former profession.

The cobbler decided to do his former job and started doing that. Then he was able to regain his happiness.

A cobbler and a banker story Bangla meaning


একদা এক সুখী মুচি ছিল যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এবং গান গেয়ে দিন কাটাতেন। তার এক প্রতিবেশী ছিল যে কিনা একজন ব্যাংকার ছিলেন এবং তিনি খুবই ধনী ছিলেন। একদিন ব্যাংকার মুচির কাছে এসে বলল, “তুমি বছরে কত আয় করো?”

মুচি উত্তর দিল, “আমি জানি না এবং আমি কখনই এটা নিয়ে ভাবি না।”

একথা শুনে ধনী ব্যাংকার বললেন, “আমি জানি তুমি খুবই গরীব মানুষ এবং তোমার আয় খুবই কম। এই কারণে, তুমি অত্যন্ত দুর্বিষহ জীবন কাটান। আমি তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করব।”

মুচি তখন বলল, “স্যার, আমার আয় কম কিন্তু আমি যা আয় করি তাতেই আমি খুশি। আমি আর কিছু চাই না।” 

পরের দিন ধনী ব্যাংকার একটি টাকার ব‍্যাগ নিয়ে মুচির কাছে এসে বলল, “দেখ, এই ব‍্যাগে অনেক টাকা আছে। এই সব টাকা আমি তোমার জন্য এনেছি। এই টাকাগুলো নাও।”

মুচি এত টাকা একসাথে দেখে অবাক হয়ে গেল এবং টাকা নিতে অস্বীকার করল। তখন ধনী ব্যাংকার বলল, "এই টাকা দিয়ে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে এবং এমনকি এই টাকা তোমাকে বিপদে অনেক সাহায্য করবে।" ব্যাংকারের কথা শুনে মুচি টাকার ব‍্যাগ নিলো এবং তাকে ধন্যবাদ জানাল।

তারপর মুচি টাকার ব্যাগ নিয়ে বাড়ি পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে মুচি টাকার ব্যাগ নিয়ে বড় সমস্যায় পড়ে গেল। আসলে, টাকার ব্যাগটি নিরাপদে রাখার জন্য সে কোন উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছিল না।

যাহোক একসময় সে নিজের বাড়িতে গর্ত খুঁড়ে টাকার ব‍্যাগটি গর্তে রাখল। গর্তে টাকার ব্যাগটি রাখার পরও মুচি টেনশন মুক্ত হতে পারল না। সে সবসময় ভাবত তার টাকার ব্যাগ যেকোন মুহুর্তে চুরি হয়ে যেতে পারে। তাই ঐ টাকার কথা ভাবতে ভাবতে সে রাতে এক মুহূর্তও ঘুমাতে পারত না। শুধু তাই নয়, সে ঐ টাকার কারণে তার কাজেও মন দিতে পারত না।

অবশেষে, সে বুঝতে পারল যে তার এখন অনেক টাকা আছে কিন্তু তার মনে সুখ বা শান্তি নেই। পরের দিন সে টাকার ব্যাগটটি নিয়ে ধনী ব্যাংকারের কাছে গিয়ে বলল, “স্যার, আপনার টাকার ব্যাগ ফিরিয়ে নিন। এই টাকা আমার মনের শান্তি ও চোখের ঘুম কেড়ে নিয়েছে। সুতরাং এরকম টাকা আমার প্রয়োজন নেই।”

এই বলে মুচি টাকার ব্যাগটি রেখে চলে গেল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url