Use of dare with example

‘Dare’ verb- টি regular verb (or lexical verb) ও modal auxiliary, anomalous finite হিসেবে ব্যবহৃত হয়। এর past form dared, কোনো কোনো সময় durst।
Dare প্রধানত interrogative ও conditional sentence এবং negative sentence- এ ব্যবহৃত হয়। 
যেমন:
1. Dare you jump down from the roof? I daren't do it. I don't know whether he dare go there.

To be impudent enough (যথেষ্ট উন্নত হওয়া) অর্থে ব্যবহৃত হয়। তবে প্রায়ই how সহ বসে।
যেমন:
1. How dare he say such rude things about me?
বাংলা অর্থ: সে আমার সম্পর্কে এমন রুঢ় কথা বলতে সাহস পায় কীভাবে?
2. Don't dare do that again.
বাংলা অর্থ: এমন কাজ করতে আর সাহস করো না।
Non-anomalous finite হিসেবে negative sentence এ 'to' সহকারে বা 'to' বিহীন বসতে পারে।
যেমন:
1. I don't dare to go there. (to সহকারে)
2. I don't dare go there. (to বিহীন)
3. I wonder how he dares (to) say such things.
বাংলা অর্থ: সে কীভাবে এ জাতীয় কথা বলতে সাহস পায় ভাবতে অবাক লাগে।
Anomalous daren't present, past ও future tense এ ব্যবহৃত হয়।
যেমন:
1. Karina met Ericka yesterday but daren't tell her that she had stolen the bag
বাংলা অর্থ: কারিনা ইরিকার সাথে গতকাল সাক্ষাৎ করেছিল কিন্তু তাকে বলতে সাহস করেনি যে সেই ব্যাগটি চুরি করেছিল।

2. Will you tell her that I have destroyed the car? I daren't tell her.
বাংলা অর্থ:  তুমি কি তাকে বলবে যে আমি গাড়িটিকে নষ্ট করেছি? আমি তাকে বলতে সাহস পাচ্ছি না।
“I dare say” এটা আমার কাছে সম্ভব মনে হয় অর্থে ব্যবহৃত।
যেমন:
1. I dare say he is a liar.
বাংলা অর্থ: আমার কাছে মনে হয় সে একজন মিথ্যাবাদী।

2. You're tired, I dare say.
বাংলা অর্থ: আমাদের কাছে মনে হয় তুমি ক্লান্ত।

3. I dare say she'll come tomorrow.
বাংলা অর্থ: আমার কাছে মনে হয়। সে আগামীকাল আসবে।
Non-anomalous verb হিসেবে মোকাবিলা করা (face), ঝুঁকি নেওয়া (take the risk of) অর্থে ব্যবহৃত হয়।
যেমন:
1. He will dare any danger.
বাংলা অর্থ: সে যেকোনো বিপদ মোকাবিলা।

2. He was ready to dare anything.
বাংলা অর্থ: সে যেকোনো বিপদ মোকাবিলা করতে প্রস্তুত ছিল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url