Use of Had better
Understanding the topic:
- Had better phrase- টি দ্বারা কোনাে কিছু করা ভালাে এরূপ অর্থ বােঝায়।
- Had better দ্বারা strong advice ও suggestion বােঝায়।
- Had better এর had হলো unreal past.
- Had better দ্বারা অতীতকে নয় বরং Present বা Future tense- কে বােঝায়।
- Had better- এর পরে bare infinitive হয়। অর্থাৎ Had better- এর পর to ব্যবহৃত হয় না।
অধিকাংশ সময় উপদেশ দিতে, পরামর্শ দানে Had better ব্যবহৃত হয়।
যেমন:
1. Exam is knocking at the door. You had better study hard. (advice)
পরীক্ষা খুবই সন্নিকটে। তোমার কঠোরভাবে পড়াশোনা করা উচিত। (উপদেশ)
2. It may rain today. You had better leave earlier. (recommendation)
আজ বৃষ্টি হতে পারে। তোমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। (পরামর্শ)
একান্ত কামনা বোঝাতে ও লোকজনকে সতর্ক করতেও Had better ব্যবহৃত হয়।
যেমন:
1. My brother had better reach here soon. (desperate hope)
আমার ভাই এখানে শীঘ্রই পৌছালে ভালো হতো।
2. You had better check your tongue in talking to me. (warning)
আমার সাথে কথা বলার ক্ষেত্রে তোমার মুখ সামলে কথা বলাই ভালো। (সতর্কতা)
Had better- এর পর সর্বদা verb- এর base form ব্যবহৃত হয়। এবং Negative করার সময় better + not হয়।
যেমন:
1. You had better not go now. এখন তোমার চলে যাওয়া হবে না।
Rules of Had better
Uses:
1. কোনাে বিশেষ পরিস্থিতিতে কী করা উচিত তা প্রকাশ করার জন্য had better ব্যবহার করা হয়। Structure: Subject + had better + verb এর base form + extension.
1. You had better stay today.
2. We had better go now.
3. You had better sleep early.
2. Had better এর Negative form হলো had better not.
Structure: Subject + had better + not + verb এর base form + extension.
1. I had better not go today.
2. You had better not do the work.
[বি দ্র: সর্বদাই Had better হয়। কখনোই Have / Has better বা অন্য কিছু হবে না।]