Uses of it

‘It’ এর অর্থ ‘এই’ বা ‘এটি’। এটি সাধারণত বাক্যে pronoun হিসেবে ব্যবহৃত হয়। আবার it বাক্যের প্রথমে introductory ‘it’ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে it এর কোন অর্থ থাকে না। যেমন-
1. সময়, দিন, মাস, দূরত্ব, আবহাওয়া, স্রোত, তাপমাত্রা ইত্যাদি বুঝাতে it দিয়ে বাক্য শুরু করতে হয়। যেমন—
i. It is ten O'clock. (এখন দশটা বাজে।)
ii. It is morning. (সকাল হয়েছে।)
iii. It is Saturday (আজ শনিবার।)
iv. It is very cold today. (আজ খুব ঠাণ্ডা।)
v. It is very hot today. (আজ খুব গরম।)
vi. It is snowing. (তুষার পড়ছে।)
vii. It is time of tide. (এখন জোয়ারের সময়।)
viii. It is 64 kilometres from Dhaka to Manikganj. (ঢাকা থেকে মানিকগঞ্জ ৬৪ কিলোমিটার দূরে।)
ix  It rains heavily without any break. (বিরতি ছাড়া ভারী বৃষ্টিপাত হচ্ছে।)
x. It has been raining since morning. (সকাল থেকে বৃষ্টি হচ্ছে।)
2. বাংলা বাক্যে যদি যাওয়া, করা ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকে তবে It দিয়ে বাক্য শুরু করা যায়। যেমন—
i. It is easy to say but difficult to do. (বলা সহজ, করা কঠিন।)
ii. It is a good exercise to swim. (সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম।)
iii. It is a good idea to walk in the morning. (সকালে ভ্রমণ করা বুদ্ধিমানের কাজ।)
iv. It is not good to laugh at the poor. (গরিবদেরকে ঠাট্টা করা ভালো নয়।)
Uses of It
3. জড় পদার্থ, ছোট শিশু পরিবর্তে ‘It’ বসে। যেমন—
i. I saw a child; it was crying. (আমি একটি শিশু দেখেছিলাম; এটি কাঁদছিল।)
ii. I bought a pen; it was costly. (আমি একটি কলম কিনেছিলাম; এটি ছিল দামি।)
4. অনেক সময় অতীত বুঝাতে It দিয়ে বাক্য গঠন করতে হয়। যেমন:
i. It is five years since I saw him. (তাকে দেখার পর পাঁচ বছর অতীত হয়ে গেছে।)
ii. It is ten years since he lost his father. (তার পিতার মৃত্যুর পর দশ বছর হয়ে গেছে।)
5. Seem, appear, happen, look ইত্যাদি।‌ impersonal verb দিয়ে complex sentence গঠিত হলে, It দিয়ে sentence টি শুরু করতে হয়। যেমন—
i. It seems that he is an honest man. (মনে হচ্ছে যে সে একজন সৎলোক।)
ii. It appears to me that you have worked hard. (মনে হচ্ছে যে তুমি কঠোর পরিশ্রম করেছো।)
iii. It appears that rain will come soon. (মনে হচ্ছে যে শীঘ্রই বৃষ্টি নামবে।)
iv. It happened that he has lost his book.
6. পরবর্তী কোন noun বা pronoun- এর ওপর জোর (emphasis) দিতে ‘It’ ব্যবহৃত হয়। এক্ষেত্রে it যে কোন number, gender ও person এর পরিবর্তে বসতে পারে।
i. It is you who have broken my glass. (তুমিই আমার গ্লাসটি ভেঙেছ।)
ii. It is the watch which I want. (এই ঘড়িটিই আমি চাই।)
iii. It is today that he will come. (আজই সে আসবে।) It is here where he lives. (এখানে সে থাকে।)

7. কোন বাক্যে দরকার নেই ‘বা’ ‘ভালো নয়’ এরূপ বুঝাতে নিচের structure অনুযায়ী it দিয়ে sentence গঠন করতে হয়।
It is no + use / good + gerund
i. It is no use buying the book. (বইটি কেনার কোন দরকার নেই।)
ii. It is no use running swiftly. (জোরে দৌড়ানোর কোনো দরকার নেই।)
iii. It is not good quarrelling. (ঝগড়া করা ভালো নয়।) 
8. কোন কাজের সময় হয়েছে এরূপ বুঝাতে it ব্যবহৃত হয়ে থাকে। যেমন -
i. It is time to go home. (এখনই বাড়ি যাবার সময়।)
ii. It is time to read. (এখনই পড়ার সময়।)
iii. It is time to discuss the matter. (এখন বিষয়টি আলোচনার সময়।)

9. কোন কাজ আরও আগে করা উচিত ছিল, বিলম্ব হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখনই করা উচিত এরূপ বুঝাতে নিচের structure অনুযায়ী it ব্যবহার করে sentence গঠন করতে হয়।
It is time / high time + sub + verb (past)
উদাহরণ:
i. It is (high) time we left for home. (আমাদের বরং আগেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা উচিত ছিল।)
ii. It is (high) time you went there. তোমার সেখানে বরং আগেই যাওয়া উচিত ছিল।
iii. It is (high) time we bought the book. বইটি কিনতে খুবই দেরি হয়ে যাচ্ছে।
10. কোন complex sentence এর subject subordinate clause হলে, sentence এর প্রথমে it ব্যবহার করে clause টিকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। যেমন:
i) That you are a thief is known to all.
= It is known to all that you are a thief.

ii) When he will come is uncertain.
= It is uncertain when he will come.

iii ) Why he went there is not clear to me.
= It is not clear to me why he went there.

11. ইতর প্রাণীর (lower animal) পরিবর্তে It ব্যবহৃত হয়।
1. I have a cow
2. The name of our national animal is Royal Bengal Tiger.
3. It has stripe of beautiful colours in its They have a buffalo.
4. It kills animals and birds by wrapping itself around them and crushing them.
5. He has a dog. It watches his house.
6. It is very active. Kiron has a pet monkey.
7. It is very clever.
8. Dina has a white calf. It looks very beautiful.
9. We have a parrot. It can sing sweetly.
10. My friend has a parakeet. It can talk like us.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url