SSC & HSC Grammar লেকচার শিট এর পিডিএফ ও ওয়ার্ড ফাইল ক্রয় করতে Click here!

মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন অর্থ

মূলভাবসন্ন্যাসীরা যেমন মন্ত্র সাধনার ক্ষেত্রে সফলতা লাভের পূর্বে শান্ত না, যদিও তাদের শরীর নষ্ট হয়। তবুও তারা সফলতা অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করে।

যেকোনো কাজের সাফল্যের জন্যে একেবারে উঠেপড়ে লাগতে হয়, অন্যথা সাফল্য অনিশ্চিত হয়ে পড়ে। যারা জান প্রাণ বাজি রেখে কর্মে প্রবৃত্ত হয়, সাফল্য কেবল তাদের হাতে ধরা দেয়।

খুব কম ক্ষেত্রেই সহজ - সাফল্য আসে। অধিকাংশ ক্ষেত্রেই একনিষ্ঠ চেষ্টা - সাধনার দ্বারা সাফল্যকে অর্জন করে নিতে হয়। এছাড়া যেকোনো কাজের পেছনেই নানা বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা থাকে।

আবার মানুষের জীবনও পুষ্পশয্যা নয়। এখানে রয়েছে নানা প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট ও অনাকাঙ্ক্ষিত ঝঞ্ঝাট। মানুষকে এসব ঝঞ্ঝাট মোকাবিলা করেই জীবনে টিকে থাকতে হয়।

আবার যেকোনো কাজে সাফল্যলাভ এবং ভালো কিছু অর্জনের জন্য মানুষকে এসব ঝঞ্ঝাট ও বাধা বিপত্তিকে অতিক্রম করতে হয়। কিন্তু জীবনের এসব প্রতিকূলতাকে মোকাবিলা করা তত সহজ নয়। এজন্যে প্রয়োজন দৃঢ় প্রত্যয়, সাহস, ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম।

এককথায় ‘Do or die.’- এ নীতিতে বিশ্বাস। রেখে জীবন চলার পথে অগ্রসর হতে হবে। যারা তা পারে তারাই জীবনে সফলতার দেখা পায়। আর যারা তা পারে না, যারা একটুতেই মুষড়ে পড়ে, তাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। 

প্রাণিজগতে পিঁপড়া, মাকড়সা প্রভৃতি প্রাণী ক্ষুদ্রাকৃতির হয়েও নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে পৃথিবীর বুকে টিকে আছে। শুধু তাই নয়; তাদের এই ‘Do or die.’ নীতি মানুষের অনুকরণীয় আদর্শও বটে । স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ছয়বার যুদ্ধে পরাজিত হয়ে হতোদ্যম হয়ে পড়েছিলেন।

কিন্তু সামান্য মাকড়সার জালবুনার সাধনকর্ম দেখে অনুপ্রাণিত হন এবং নতুন উদ্যমে যুদ্ধ শুরু করেন। শেষ পর্যন্ত সপ্তমবারে তিনি রাজা এডওয়ার্ডকে পরাজিত করে জয়লাভ করেন। দিগ্বিজয়ী সম্রাট নেপোলিয়ন সাধারণ ঘরে জন্ম নিয়েও কেবল আত্মপ্রত্যয় আর প্রচেষ্টার কারণে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

যে ব্যক্তি পৃথিবীতে যুগে যুগে, দেশে দেশে আত্মপ্রত্যয়ী, সচেষ্ট ও পরিশ্রমী মানুষেরই জয় হয়েছে । তাই দোদুল্যমানতা, ভয়, উদ্বেগ প্রভৃতিকে পরিহার করে শক্তি, সাহস আর আত্মপ্রত্যয় নিয়ে আমাদের সম্মুখে অগ্রসর হতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url