DAM Office Assistant Question Solution
08. Write a paragraph on “Environment Pollution”.
Solution: The world we live in is full of things- both natural and man-made. Both natural and man-made things constitute our environment. Any abnormal change in chemical, physical and biological characteristics of the environment is called pollution.
Environment pollution is a direct consequence of industrial advancement. Our environment is getting polluted in various ways. In big industrial areas the air is getting polluted by the exhausts of automobiles, furnaces, industrial soot etc.
Again, there are other factors like decomposition of garbage and other refuse which fill the environment with dirt and filth. The rivers, canals and lakes near the industrial areas get highly contaminated by industrial wastes which are being thrown into them. It causes a lot of harm to mankind.
It causes bronchial injuries, burning sensation in eyes and also damages lungs. Besides, it creates health hazards to a greater extent. So some effective and positive measures should be taken to prevent environment pollution. A national consensus is necessary to apprise people of the impending danger. We as well as the govt. should take a hand to create a better environment for living on earth.
09. Fill in the blanks:
a) My book is different --- yours.
Answer: from
বাক্যের অর্থঃ আমার বাইটি তোমার বই থেকে আলাদা।
b) The jar was full --- oil.
Answer: of
বাক্যের অর্থঃ পাত্রটি তেল দ্বারা পরিপূর্ণ ছিল।
c) They are leaving --- Bangladesh.
Answer: from
বাক্যের অর্থঃ তারা বাংলাদেশ ত্যাগ করছে।
d) The house is opposite ---ours.
Answer: to
বাক্যের অর্থঃ বাড়িটি আমাদের বাড়ির বিপরীতে।
e) Translate the passage --- English.
Answer: into
বাক্যের অর্থঃ অনুচ্ছেদটি ইংরেজিতে অনুবাদ করুন।
10. Translate into English:
a) ইচ্ছা থাকলে উপায় হয়।
Answer: Where there is a will there is a way.
b) আয় বুঝে ব্যয় কর।
Answer: Cut your coat according to your cloth.
c) এখন বৃষ্টি পড়ছে।
Answer: Now it is raining.
d) ছেলেটি এত দুর্বল যে হাটতে পারে না।
Answer: The boy is so weak that he cannot walk./ The boy is too weak to walk.
e) বদ অভ্যাস ত্যাগ কর।
Answer: Give up your bad habit.
11. Change the voice:
a) He bought a book.
Answer: A book was bought by him
b) Open the door.
Answer: Let the door be opened.
c) The rose smell sweet.
Answer: The rose is sweet when it is smelt.
d) I know him.
Answer: He is known to me.
e) He was eating an apple.
Answer: An apple was being eaten by him.
14. সাধারণ জ্ঞান:
a) যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?
Answer: যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
b) বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি?
Answer: বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম।
c) টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
Answer: নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ। এটি কক্সবাজার জেলার একটি উপজেলা।
d) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
Answ: শেখ মুজিবুর রহমান।
e) কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
Answer: দিনাজপুর জেলায়।
f) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
Answer: বাংলাদেশের একমাত্র পাহাড়-বিশিষ্ট বৃহত্তম দ্বীপ মহেশখালি।
g) মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম নেপিডো।
h) জার্মানি মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম ইউরো।
i) বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি (৬১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২৩৬১ বর্গ মাইল।
j) FBI এর পূর্ণরূপ কি?
Answer: Federal Bureau of Investigation.