HSC Right Form of Verbs Solution Rajshahi Board 2023

Q. Read the text and fill in the gaps with the correct form of the verb as per the verb and context. [Rajshahi Boar-2023]
If all the children (a) —- (go) to school, the country (b) —- (get) rid of the curse of illiteracy. To boost up education, the govt. (c) —– (spend) more money. Subsidies must (d) —– (give) in the education sector. Teachers (e) — (need) to (f) —- (train) for good teaching. The poor students can (g) —- (bring) under ‘Food for Education’ programme. We (h) —- (take) care that no institution (i) —- (close) down due to political clashes. All concerned (j) — (be) conscious about it. If we cannot (k) —- (keep) pace with the present world, we (l) —- (lag) behind. For this we have to (m) —- (ensure) education for all and set a bright prospect for (n) —- (implement) all necessary steps.

Answer: (a) go/ went; (b) will get/ would get; (c) should spend; (d) be given; (e) need; (f) be trained; (g) be brought; (h) should take; (i) will be closed/ might be closed (j) must be/ should be; (k) keep; (l) will lag; (m) ensure;  (n) implementing.

Q. If all the children (a) —- (go) to school, the country (b) —- (get) rid of the curse of illiteracy.
 
Explanation: A, B :

ব্যাখ্যা: বাংলা অর্থ ‘যদি সকল শিশু স্কুলে যায়/ যেতো, তাহলে বাংলাদেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে/পেতো’। আমাদের প্রথম Sentence টির Subject হলো all the children যা 3rd person এবং Plural in Number. এবং এই Sentence টিতে কোন Tense নির্দেশক শব্দ নেই। আবার দেখুন Subject নিজেই কাজ করছে- যেমন: ‘যদি সকল বাচ্চারা স্কুলে যেত’। তাহলে এই Sentence টি Active Voice এ আছে। তাছাড়াও এই Sentence টি If যুক্ত Conditional Sentence. যেহেতু Sentence টিতে কোন Tense নির্দেশক শব্দ নাই আমরা এই Sentence কে 1st Conditionalও করতে পারি আবার 2nd Conditionalও করতে পারি। অর্থ্যাৎ প্রথম অংশ আমরা Present Indefinite tense ধরেও করতে পারি আবার Past Indefinite Tense ধরেও করতে পারি। যদি প্রথম অংশ Present Indefinite ধরে করি তাহলে Answer হবে If all the children (a) go school, Bangladesh (b) will get rid of the curse of illiteracy. আবার প্রথম অংশ Past Indefinite ধরে করলে, Answer হবে If all the children (a) went to school, Bangladesh (b) would get rid of the curse of illiteracy.



Q. To boost up education, the govt. (c) —– (spend) more money.

Explanation-C:

ব্যাখ্যা: বাংলা অর্থ: ‘সরকারের উচিত শিক্ষার উন্নয়নে আরো বেশি খরচ করা’ এই বাক্যটিতে Subject হচ্ছে the govt. আর Verb হচ্ছে spend. বলা হচ্ছে ‘শিক্ষার উন্নয়নে সরকারের উচিত আরো বেশি খরচ করা’। এই লাইটির বাংলা অর্থ থেকে বোঝা যাচ্ছে গ্যাপে should হলে উত্তর সঠিক হবে।


Q. Subsidies must (d) —– (give) in the education sector.

Explanation-D:

Q. Teachers (e) — (need) to (f) —- (train) for good teaching.

Explanation-E, F:

এখানে গ্যাপ (e) এর subject হলো Teachers যা 3rd person plural number এবং এর verb হচ্ছে need. এই sentence টির বাংলা অর্থ দেখে বোঝতে পারছি এটি একটি present indefinite tense এর sentence. তাই এখানে need- verb এর কোন পরিবর্তন হবে না। উত্তর হবে (e) need. গ্যাপ (f) এ দেখুন বলা হচ্ছে ‘Teachers need to (f) —- (train)’. যার অর্থ ‘শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া প্রয়োজন’। প্রশিক্ষন তো শিক্ষক নিজেরা নিজেকে দিবেন না। অন্যকেউ প্রশিক্ষণ দিবে। তাই এই অংশটি passive করতে হবে। infinitive (to + verb) যুক্ত Sentence কে Passive করতে to এরপর be বসিয়ে ব্রাকেটের Verb এর Past participle করতে হবে। এখানে উত্তর হবে be trained.


Q. The poor students can (g) —- (bring) under ‘Food for Education’ programme.

Explanation-G:

বাংলা অর্থ: ‘গরিব শিক্ষার্থীদের ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচীর আওতায় আনা যেতে পারে’। এই বাক্যের Subject- The poor students এবং এই Subject টি এখানে নিজে কাজ করছে না । তাই এটি একটি Passive voice এর Sentence হবে. Can যুক্ত Active Voice কে Passive করতে হলে can এরপর be যোগ করে ব্রাকেটের Verb এর Past Paticiple করতে হবে। এখানে be এরপর bring- verb এর past participle- brought ব্যবহার করতে হবে।


Q. We (h) —- (take) care that no institution (i) —- (close) down due to political clashes.

Explanation-G:

বাংলা অর্থ: ‘আমাদের যত্নবান হওয়া উচিত যাতে কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সহিংসতার কারণে বন্ধ না হয়’। গ্যাপ (h) এ আছে We —-(take) care যার অর্থ বলেছি ‘আমাদের যত্ন নেয়া উচিত’। এ কারণে should বসবে take এর আগে। গ্যাপ (i) তে আছে no institute (i) —- (close) due political clashes. এখানে will be closed এরপর ব্রাকেটের verb- take এর V3 হবে। কারণ passive voice হব।


Q. All concerned (j) — (be) conscious about it.

Explanation-G:

বাংলা অর্থ: ‘সংশ্লিষ্ট সকলের এ বিষয়ে সর্তক হওয়া উচিত’। বাংলা অর্থ থেকে বোঝা যাচ্ছে ‘উচিত’ অর্থে should এরপর be ব্যবহার করতে হবে।


Q. If we cannot (k) —- (keep) pace with the present world, we (l) —- (lag) behind.

Explanation-G:

বাংলা অর্থ: ‘আমরা যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, তাহলে আমরা পশ্চাৎপদ হয়ে পড়বো’। গ্যাপ (k) এর Subject হচ্ছে we. এবং এই ‍Subject টি এখানে কাজ করছে। তাই এটি Active Sentence. গ্যাপ (k) এর আগে আছে cannot. Active voice এ cannot, could not এরপর ব্রাকেটের Verb কোন পরিবর্তন হয় না। অতএব এখানে উত্তর হবে keep গ্যাপ (l) এ (lag) আছে। গ্যাপ (k) তে যেহেতু present tense- cannot + মূল Verb আছে । তাই গ্যাপ (l) এ হবে will lag.



Q.
For this we have to (m) —- (ensure) education for all and set a bright prospect for (n) —- (implement) all necessary steps.

Explanation-M and N:

ব্যাখ্যা: বাংলা অর্থ ‘এজন্য আমাদেরকে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। এবং সকল প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের জন্য উজ্জল সম্ভবনা তৈরি করতে হবে’। গ্যাপ (m) এর আগে আছে have to এই have to এরপর ব্রাকেটের verb এর কোন পরিবর্তন হয় না। অতএব উত্তর হবে have to ensure গ্যাপ (n) এর আগে আছে for. যা একটি prepostion. আর Prepostion এরপর ব্রকেটের Verb এর সাথে ing যোগ হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url