Right Form of Verbs Solution Sylhet Board 2023

It is natural that a man cannot (a) —– (live) alone. He always (b) —– (need) a company. He has to (c) —— (express) his thoughts and ideas. (d) —— (think) others while the others (e) —— (be) of the same needs. He (f) —— (have) also the need of others for (g) —— (ensure) their safety and comfort. So, he is bound (h) —– (live) with others (i) —— (make) an institution and it (j) —— (call) a society. Society (k) —- (b) the first organization which (l) —– (make) by our early ancestors.

Answer: a) live; b) needs; (c) express; (d) Thinking; (e) are; (f) has; (g) ensuring; (h) to live; (i) making; (j) is called; (k) is; (l) was made; (m) were; (n) developing.

Fill in the Blanks with Correct Verbs


Q. It is natural that a man cannot (a) —– (live) alone.


Explanation-A:

এখানে গ্যাপের আগে আছে cannot. গ্যাপের আগে cannot, could not, may, might, shall, should, will, would থাকলে ব্র্যাকেটের Verbএর কোন পরিবর্তন হয় না। অতএব গ্যাপ (a) তে হবে live. অনুবাদ: এটি স্বাভাবিক যে মানুষ একা থাকতে পারে না।


Q. He always (b) —– (need) a company.


Explanation-B:

কোন Sentence এ generally, always, regularly, never ইত্যাদি থাকলে Sentence টি Present Indefinite Tense হয়। এই Sentence টিতেও always আছে। অতএব এই Sentence টি Present Indefinite Tenseএ হবে। এই Sentenceটিতে Subject He 3rd Person Singular Number। Present Indefinite Tense এ Subject 3rd Person Singular Number হলে Verb এর৷ শেষে s/es যোগ হয়। অতএব এখানে need হয়ে যাবে needs. অনুবাদ: তার সবসময় একজন সঙ্গী প্রয়োজন হয়।


Q. He has to (c) —— (express) his thoughts and ideas.


Explanation-C:

গ্যাপের আগে have to, has to, had to, am to, is to, are to ইত্যাদি থাকলে ব্র্যাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না। এখানে গ্যাপের আগে আছে has to অতএব এখানে expressএর কোন পরিবর্তন হবে না। অনুবাদ : তাকে তাঁর চিন্তা ভাবনা প্রকাশ করতে হয়।


Q. (d) —— (think) others while the others (e) —— (be) of the same needs.



Explanation-D, E:

ব্যাক্যের শুরুতে গ্যাপে Verb থাকলে, সেই Verb এর সাথে ing যোগ করতে হয়। অতএব গ্যাপ (d) হবে thinking গ্যাপ (e) এর Subject হলো the others যা 3rd Person Plural Number. Sentence এর Verb টি Present Indefinite Tense এবং Subject 3rd Person Plural হলে Be Verb সবসময় are হবে।


Q. He (f) —— (have) also the need of others for (g) —— (ensure) their safety and comfort.



Explanation-F, G:

(f) --- এই Sentence টির Subject হলো He যা 3rd Person singular Number. আর লক্ষ্য করলে দেখবেন এই Passage টি মানুষের জীবনের স্বাভাবিক ঘটনা যা Present Indefinite Tense এ হয়। Present Indefinite Tense এ Subject 3rd Person Singular Number হলে ব্র্যাকেটের Verb have এর পরিবর্তে has হয়। আবার দেখেন গ্যাপ (g) এর আগে for আছে। যা একটি Preposition. Preposition এরপর ব্র্যাকেটের Verb এর সাথে ing যোগ হয়।


Q. So, he is bound (h) —– (live) with others (i) —— (make) an institution and it (j) —— (call) a society.




Explanation-H, I, J:

be bound to do smth অর্থ ‘কোন কিছু করতে বাধ্য হওয়া’। আবার গ্যাপে to এরপর ব্র্যাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না। অতএব গ্যাপ (i) তে to live হবে। আবার এই Sentence টির and এর আগ পর্যন্ত একটি বাক্যাংশ যেখানে মূল Verb হলো is. তাছাড়াও আরো দুটি Verb হলো live এবং make আছ। একটি Sentence এ একের অধিক Verb থাকলে উদ্দেশ্য বোঝাতে পরের Verb গুলোর পূর্বে to বসে। আর ‘করিয়া’ বা ‘করে’ অর্থ বোঝাতে পরের Verb গুলোর সাথে ing যোগ করতে হয়। এই অংশের বাংলা অর্থে বলা হচ্ছে ‘একটি প্রতিষ্ঠান তৈরি করে অন্যদের সাথে বসবাস করতে সে বাধ্য’। এখানে ‘তৈরি করে’ অর্থে গ্যাপ (i) তে make এর সাথে ing যোগ হয়ে making হয়ে যাবে। এদিকে গ্যাপ (j) তে বলা হচ্ছে ‘it —– call a society. কিন্তু it নিজে তো আর বলতে পারে না। it কে বলা হয়। সুতরাং টি একটি passive voice এর sentence. এখানে it subject টি 3rd person Singular Number. অর্থ অনুযায়ী Sentence টি Present Indefinite Tense হওয়ায় গ্যাপে is called. হবে।


Q. Society (k) —- (be) the first organization which (l) —– (make) by our early ancestors.



Explanation-K, L:

Bangla Anubad: পরিবার হচ্ছে প্রথম সংগঠন যা আমাদের পূর্বপুরুষগন গড়ে তুলেছিলেন। এখানে প্রথম অংশটুকু Present indefinite tense এবং পরের অংশটুকু Past Indefinite Tense এর Passive Voice এ হবে।


Q. They (m) —— (be) the first to contribute to (n) —— (develop) the civilization.


Explanation-M, N:

এই Sentence টিতে আমাদের পূর্বপুরুষদের কথা বলা হয়েছে। তাই Sentence টি Past Indefinite Tense হবে। এখানে They হচ্ছে Subject যা 3rd Person Plural Number. তাই গ্যাপে (m) এ Be Verb হিসেবে were হবে। আবার গ্যাপ (n) এর আগে আছে Contribute to. এবং এই Contribute to এরপর ব্র্যাকেটের Verb এর শেষে ing যোগ হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url