SSC & HSC Grammar Lecture Sheet অথবা Board Question Solution এর পিডিএফ এবং ওয়ার্ড ফাইল ক্রয় করতে Click here!

Business Report লিখার নিয়ম

বাস্তব ব্যবসায়িক জগতে মানুষ অনেক ধরনের business report তৈরি করে। মোটামুটিভাবে business report-কে দু'ভাগে ভাগ করা যায়; যথা- informational report analytical report.

Informational report পাঠকদের শিক্ষাদান ও তথ্য সম্পর্কে সরাসরি আলোকপাত করে কোন কিছুর ব্যাখ্যা প্রদান করতে প্রণীত হয়। পক্ষান্তরে Analytical report-এ তথ্য গৌণ ভূমিকা পালন করে এবং তা লেখকের conclusion ও recommendation গ্রহণ করার জন্য পাঠকদের বুঝাতে প্রণীত হয়।

Informational Report সাধারণত Interim progress report হতে পারে। এ ধরনের report customer কে সম্পাদিত কাজ সম্পর্কে ধারণা প্রদান করে।

Personal Activity Report-ও এক ধরনের Informational Report যাতে conference, convention কিংবা trip-এর মত কর্মতৎপরতায় সৃষ্ট গুরুত্বপূর্ণ কোন কিছু সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো হয়। Analytical report কোন প্রস্তাব হতে পারে।


নিচের চারটি Format-হতে যেকোনো একটি Report দ্বারা উপস্থাপন করা যেতে পারে- Preprinted form তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হয় এবং সাধারণত তথ্য উপস্থাপন করে।

  • Authorized report সাধারণত এ ধরনের format-এ লেখা হয়। Letter-ও সমরূপ দৈর্ঘ্য বিশিষ্ট format-এর হয়।
  • External Report-এর জন্য এ ধরনের format ব্যবহূত হয়। একটি Letter-এর সব অংশ থাকা সত্ত্বেও letter report-এ heading, footnotes, table ও figure থাকতে পারে।
  • পক্ষান্তরে Memo একটি internal report। সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক report লেখার জন্য এটি সবচেয়ে সাধারণ format শীর্ষভাগে heading থাকে To, From, Date এবং Subject-এ অন্তর্ভুক্ত হয়।
  • পাঠক বিবেচনা করে তুমি তোমার report কে Direct order কিংবা Indirect order-4 organize করতে পার।

একটি সংক্ষিপ্ত report যেসব বিষয় নিয়ে গঠিত হওয়া উচিত তা হল-

  • একটি Introduction থাকবে সেখানে তুমি Report- Subject introduce করে থাক।
  • একটি Main body থাকবে যাতে topic সম্পর্কে গৃহীত সব তথ্য বিভাবিতভাবে উপস্থাপিত হয়।
  • একটি good ending কিংবা concluding expression থাকবে যাতে সমাপনীমূলক দৃঢ় impression উপস্থাপিত হবে।

একটি Report শেখার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করা উচিত:

  • Report আরম্ভ করার পূর্বে topic অনুযায়ী তোমার পরিচয় ও যাকে address করা হয় তার পরিচয় বিবেচনা কর।
  • দর্শকদের key question-গুলো অনুমান করে উত্তর দিতে চেষ্টা কর। Chain of question অনুসন্ধান করে সাধারণ থেকে বিশেষ পর্যায়ে সেগুলো বিশ্লেষণ করতে পার।
  • পাঠকের চাহিদা পূরণ করে এমন format, style organization মনোনীত কর।
  • Report- format, style organization সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় origin, subject, timing.
  • distribution, purpose, probable reception বিবেচনা কর। Report-24 main heading সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ কর, তারপর Report-এ অন্তর্ভুক্ত করবে এমন তথ্যের পরিকল্পনা কর।
  • সেগুলোকে-sub-headings-এ বিভক্ত করতে পার।
  • যতটা সম্ভব Report সংক্ষিপ্ত করতে পার।
  • বিষয়বস্তু যাচাই করে যথার্থতা নিরূপণ কর।
  • বস্তুনিষ্ঠভাবে বিষয়বস্তু কিংবা ঘটনার বিবরণ দাও।
  • প্রাসঙ্গিক বিষয়গুলোর প্রতিবেদন তৈরি কর।
  • Conclusion-এর জন্য পর্যান্ত evidence দাও।
  • Objective evidence-ও যাচাই-যোগ্য conclusion উপস্থাপন কর।
  • ব্যক্তিগত মতামত যাচাই করে নাও।
  • generalization-এর জন্য present tense ব্যবহার করা উচিত। জরিপের ফলাফল report করতে one in
  • five, seven out of ten, thirty percent of the people questioned. the majority of those questioned, a large proportion of, a minority of ইত্যাদি অভিব্যক্তি ব্যবহার কর।
  • generalization-এর মাধ্যমে বিষয়বস্তু সমর্থিত হতে পারে। 
  • Report এর প্রারম্ভে বা শেষে Reporter-এর নাম, স্থান ও তারিখ উল্লেখ করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url