Report writing rules
Newspaper কিংবা television-এ প্রদত্ত কোন ঘটনার লিখিত বিবরণ কিংবা উপস্থাপনাকে Papert বলা যায়।
বিভিন্ন ধরনের Report রয়েছে। যেমন- voluntary report, authorized report, routine report, special report, internal report, external report, Informational report, analytical report ইত্যাদি।
Voluntary report লেখকের স্বীয় উদ্যোগে প্রণীত হয় এবং এতে Authorized report-এর তুলনায় বেশি বিবরণ ও সমর্থনের প্রয়োজন Authorized report অন্যজনের অনুরোধে প্রণীত হয়।
একইভাবে Routine report নিয়মিত ঘটছে এমন বিষয়ের উপর ভিত্তি করে প্রণীত হয়। এতে Special report এর তুলনায় কম সূচনামূলক ও পরিবর্তনমূলক বিষয়ের প্রয়োজন হয়। Special report-এ স্বতন্ত বিষয়া উপস্থাপিত হয়। এ ধরনের report এর style ও audience এবং purpose এর উপর নির্ভর করে।
Internal report কোন organization-এর অভ্যন্তরীণ ব্যক্তিদের কাছে লেখা হয় এবং external report-এর তুলনায় কম formal হয়। External report সাধারণত organization-এর বাইরে অবস্থিত ব্যক্তিদের কাছে পাঠানো হয়।
Report-এর উদ্দেশ্য শুধু বিষয়বস্তুর উপর দৃষ্টি নিবদ্ধ হলে তা informational report হিসেবে গণ্য করা যায়। আর উদ্দেশ্য যদি কোন কিছু বিশ্লেষণ, ব্যাখ্যা, উপসংহার ও সুপারিশ প্রদান হয় তাহলে ভাকে analytical report হিসেবে গণ্য করা যায়।
News Reports
News report তাৎক্ষণিক হয় এবং এতে প্রায়শ পরিবর্তনশীল তথ্য প্রদয় হয়। এতে জনস্বার্থ সম্পূন্ন বিষয় কিংবা ঘটনার বিবরণ দেওয়া হয়। এটি সব সময় formal impersonal style-এ লেখা হয় এবং এতে আলাপচারিতামূলক বিবরণ না দিয়ে যথাযথ বিষয়বস্তু উপস্থাপন করা হয়।
একটি উত্তম news report যে সব বিষয় নিয়ে গঠিত হওয়া উচিত তা হল-
- সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষক headline যা report এর subject সূচিত করে।
- Lead অভিহিত introduction-এ সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিসম্পর্কে তথ্য দিয়ে ঘটনার সারসংক্ষেপ প্র
- প্রদান করা হয়।
- News story lead এর মূল ধারণাকে 'angle' বলা হয়। এটি news rooms- hook' নামেও পরিচিত কারণ পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে angle ব্যবহূত হয়।
- Introduction কিংবা Lead দু'ভাগে বিভক্ত: "hard" এবং "soft" choice গল্পের প্রকৃতির উপর নির্ভর করে এবং অবশিষ্ট গল্পের ধরন নির্ধারণ করে। জরুরি ঘটনার ক্ষেত্রে Hard lead প্রযোজ্য হয়। পক্ষান্তরে Soft lead পরোক্ষ সংবাদ ও featuring writing-এর ক্ষেত্রে প্রযোজ্য হয়।
- উত্তম Introduction কিংবা lead-এর সাধারণত পাঁচটি Word থাকে। যেমন- Who, Where, When, What Why একটি news story-এর structure-কে প্রায়ণ inverted pyramid' হিসেবে গণ্য করা হয়। তার কারণ হল মূল ও
- সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় first sentence-এ থাকে। দু'বা ততোধিক paragraph নিয়ে গঠিত main body-তে ঘটনার বিশদ বিবরণ দেওয়া হয়। ঘটনার কারণ এবং ফলাফল সংক্রান্ত তথ্যও অন্তর্ভুক্ত করা উচিত।
- Ending কিংবা Concluding portion-এ ঘটনার উপর গৃহীত কার্য কিংবা জনগণের মতামত প্রদান করা হয়। Inverted pyramid story গুলোর দৃঢ় সমাপ্তির প্রয়োজন হয় না কারণ ঐ সব hard news story-গুলোর সমাপনীতে বলার
- মত বেশি কিছু থাকে না।
- অন্যান্য news story-গুলোর প্রায়শ উত্তম সমাপনীর প্রয়োজন হয়।
News report লেখার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করা উচিত:
- যথাযথভাবে প্রয়োজনীয় তথ্য প্রদান কর।
- ঘটনাবলি সম্পর্কে তোমার অনুভূতি কিংবা দৃষ্টিকোণ থেকে মতামত লেখার প্রয়োজন নেই।
- জনগণের মতামত অর্ন্তভুক্ত করতে Passive voice direct/reported speech ব্যবহার কর এবং news report-কে
- আরো আকর্ষণীয় করে তুলতে চেষ্টা কর।
- একই word-এর পুনরাবৃত্তি করার পরিবর্তে সমার্থক word ব্যবহার করতে চেষ্টা কর।
- A string of ideal একের পর এক ঢুকিয়ে দেওয়া উচিত হবে না। গল্পের সমাপনীতে preaching কিংবা lecturing বর্জন কর।
- বিভিন্ন ধরনের news story রয়েছে। এদের মধ্যে কিছু জরুবি ও সংক্ষিপ্ত হয়। পক্ষান্তরে অন্যান্যগুলো তুলনামূলকভাবে কম জরুরি ও খুব দীর্ঘ হয়।
Newspaper Magazine-গুলোতে যে ধরনের গল্প পাওয়া যায় তাহল-
Hard News: প্রকাশের জন্য অপেক্ষায় থাকে না, এমন জরুরি story গুলো এতে অন্তর্ভুক্ত হয়।
Soft News: প্রকাশের জন্য অপেক্ষা করতে পারে এবং প্রবণতা, চলমান ঘটনা কিংবা মজার ব্যক্তি সম্পর্কে বর্ণনা প্রদান করে।
Feature: দীর্ঘ গল্প এতে অন্তর্ভুক্ত হয়।
Personality profile: একে news maker-ও বলা হয়। এতে সংবাদ হওয়ার মত এমন ব্যক্তি সম্পর্কে বর্ণিত হয়।