SYLLABLE
Syllable (সিলেবল) অর্থ শব্দের অংশ। Syllable ভাগ করে উচ্চারণ করলে তাড়াতাড়ি ও সহজে ইংরেছি বানান শেখা যায়।
Syllable কাকে বলে?
একটি Word-এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, তাকে Syllable বা শব্দাংশ বলে। The part of a word that pronounced at a time is called Syllable, যেমন-
Man = Man (ম্যান)
Father Fa-ther (ফা-দার)
Umbrella Um-bre-lla (আম-ব্রে-ল্যা)
Examination= Exa-mi-na-tion (এক্সা-মি-নে-শান) ইত্যাদি।
Note: প্রত্যেক Syllable-এ অন্তত একটি Vowel থাকে।
Syllable কয় প্রকার?
Syllable চার প্রকার। যথা-
1. Mono-syilable (মনো-সিল্যাবল)-এক শব্দাংশ।
2. Di-syllable (ডি-সিল্যাবল)-দুই শব্দাংশ।
3. Tri-syllable (ট্রি-সিল্যাবল)-তিন শব্দাংশ।
4. Poly-syllable (পলি-সিল্যাবল)-বহু শব্দাংশ।
Mono-syllable: যে Word-এ একটি মাত্র Syllable থাকে, তাকে Mono-syllable বলে। যেমন-Pen, Man, Cat ইত্যাদি।
Di-syllable: যে Word-এ দুটি Syllable থাকে, তাকে Di-syllable বলে। যেমন-Father Fa-ther, Paper = Pa-per, Pencil = Pen-cil ইত্যাদি।
Tri-syllable: যে Word-এ তিনটি Syllable থাকে, তাকে Tri-syllable বলে। যেমন-Capital Ca-pi-tal, Education = Edu-ca-tion, Company = Com-pa-ny ইত্যাদি।
Poly-syllable: যে Word-এ তিনের অধিক Syllable থাকে, তাকে Poly-syllable বলে। যেমন- Examination = Exa-mi-na-tion, International = In-ter-na-tion-al ইত্যাদি।