SSC & HSC Grammar Lecture Sheet অথবা Board Question Solution এর পিডিএফ এবং ওয়ার্ড ফাইল ক্রয় করতে Click here!

Sons and Lovers Bangla summary

উপন্যাসের প্রথম অংশে মূলত মিসেস গারট্রুড মোরেলের (Mrs. Gertrude Morel) যন্ত্রণাদায়ক দাম্পত্য জীবনের বর্ণনা দেওয়া হয়। মিসেস মোরেলের husband হলেন ওয়াল্টার মোরেল (Walter Morel) নামের একজন মাতাল কয়লা খনির শ্রমিক। মিস্টার এবং মিসেস মোরেল তাদের সন্তানসহ পুরো মোরেল পরিবার ইংল্যান্ডের বেস্টউডে (Bestwood) থাকেন।

Husband-এর সাথে মিসেস মোরেলের মাঝেমধ্যেই ঝামেলা হয় এবং কিছুক্ষেত্রে বেশ কষ্টদায়ক পরিণতির মাধ্যমে এইসব ঝামেলার সমাপ্তি হয়। কখনও কখনও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং কখনও তাকে বাড়ির ভেতরে থাকতে দেওয়া হয় না। Husband-এর সাথে এরকম বিচ্ছিন্ন অবস্থায় মিসেস মোরেল তার সন্তানদের, বিশেষ করে তার ছেলেদের মধ্যে শান্তি খুঁজতে থাকেন।

মিস্টার এবং মিসেস মোরেলের ৪টি সন্তান ছিল, প্রথমেই উইলিয়াম (William), এরপরে একমাত্র মেয়ে এ্যাননি (Annie) তারপরে পল (Paul) আর সবশেষে আর্থার (Arthur)। বড় ছেলে উইলিয়াম তার সবথেকে বেশি পছন্দের, তালিকায় এর পরেই আছে পলের নাম। মিসেস মোরেল অনেক কষ্ট পান যখন উইলিয়ামকে চাকরির জন্য লন্ডনে যেতে হয়। কয়েক বছর পরে উইলিয়াম অসুস্থ হয় এবং মারা যায়।

উইলিয়ামের মৃত্যুতে মিসেস মোরেল চরমভাবে ভেঙ্গে পড়েন এবং বাকি সন্তানদের ওপর থেকে তার মনোযোগ একেবারে চলেই যাওয়ার অবস্থা হয় যতক্ষণ না তিনি পলকেও হারাতে বসেন। এরপর থেকে পলই মিসেস মোরেলের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে যায় এবং তাদের মধ্যে একটা গভীর অবিচ্ছেদ্য বন্ধনের সৃষ্টি হয়।

পল মিরিয়াম লাইভারসের (Miriam Leivers) প্রেমে পড়ে। মিরিয়ামদের পরিবার তাদের একটি ফার্মে থাকতো যেটা পলদের বাড়ি থেকে খুব একটা দূরে না। অনেক বছর ধরে পল এবং মিরিয়ামের মধ্যে একটা ঘনিষ্ঠ এবং পুরোপুরি platonic [শারীরিক বিষয়সমূহ পুরোপুরি বাদ দিয়ে যে ভালবাসা হয়] সম্পর্ক চলতে থাকে। পলের মা বিষয়টি খেয়াল করেন এবং মনে করেন মিরিয়াম ছেলেকে তার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি মিরিয়ামকে ঘৃণা করতে শুরু করেন। মিরিয়ামের মাধ্যমে পলের পরিচয় হয় ক্লেরা ডাউইসের (Clara Dawes) সাথে। ক্লেরা একজন সাফারাগেট (সাফারাগেট (suffragette) হচ্ছেন এমন একজন মহিলা যিনি আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পাওয়ার প্রচেষ্টা করেন) এবং husband-এর সাথে তার separation হয়ে গেছে।

ক্লেরার সাথে যখন তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে তারা পলের সাথে মিরিয়ামের সম্পর্কটা নিয়ে আলোচনা করতে শুরু করে। পলকে ক্লেরা পল এবং মিরিয়ামের সম্পর্কটা শারীরিক ধাপে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এবার বিষয়টা মিরিয়াম কেমনভাবে নিচ্ছে তা দেখার জন্য পল মিরিয়ামের কাছে যায়। পল এবং মিরিয়াম শারীরিক সম্পর্কে জড়ায় এবং সাময়িক সময়ের জন্য তারা একটা ভাল সময় কাটাতে থাকে।

মিসেস মোরেল মিরিয়ামকে ছেলের বউ করতে রাজি হয় না, কিন্তু পলের মনে মিরিয়ামের জন্য যে ভালবাসা আছে তা পরিষ্কার বোঝা যায়। এরপরেই পল সিদ্ধান্ত নেয় সে মিরিয়ামকে বিয়ে করতে চায় না আর তার সাথে সম্পর্ক শেষ করে। মিরিয়াম এরপরেও মনে করে পলের মন এখনও তার জন্যে ধরা আছে এবং পলকে দেখেও সেটা বোঝা যায়। তবে পল বুঝতে পারে মায়ের জন্য তার ভালবাসাটা সবথেকে বেশি।

মিরিয়ামের সাথে সম্পর্ক শেষ হওয়ার পরে পল ক্লেরার সাথে অনেক সময় ব্যয় করতে থাকে এবং তাদের মধ্যে একটা গভীর আবেগের সম্পর্ক তৈরি হয় যদিও তারা কখনই বিয়ে করতে পারবে না কারণ ক্লেরা তার husband ব্যাক্সটারকে divorce দিতে চান না। পল এবং ক্লেরার মধ্যকার সম্পর্কটা মূলত শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই গড়ে ওঠে এবং একই কারণ কিছুটা সময় ধরে চলতে থাকে।

যেহেতু ক্লেরার সাথে পলের সম্পর্কটা নিছক শারীরিক পর্যায়ের তাই মিসেস মোরেল এটাতে কোনো প্লেট (threat) অনুভব করেন না এবং বাধাও দেন না। একরাতে ক্লেরার husband ব্যাক্সটা ডাউইস (Baxter Dawes) এসে পলকে ভীষণ রকম মারধর করে। মার খেয়ে পল ব্যাক্সটারকে বন্ধু বানিয়ে ফেলে এবং ক্লেরা এবং ব্যাক্সটারকে পুনরায় একত্রিত হতে সহায়তা করে। এরপর পলের মা অসুস্থ হয়ে যান এবং পল নিজের বেশিরভাগ সময় তার দেখাশোনা করার জন্য ব্যয় করতে থাকে।

অবশেষে যখন তিনি মারা যান, পলের মন ভেঙ্গে যায় এবং পল নিঃসঙ্গ অনুভব করে। মিরিয়াম তার কাছে ফিরে আসার জন্য পলকে একটা শেষ অনুরোধ করে কিন্তু পল তা নাকচ করে দেয়। একরাতে পল আত্মহত্যা করার কথা চিন্তা করে কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ফেলে।

Sons and Lovers short summary


The novel opens with the description of settings. Gertrude Morel was pregnant with her third and unwanted child. While she was sleeping, Walter cut off his eldest son's hair like shorn sheep. They both have an argument over this. Later her husband comes home drunk, and they fight leads to locking Gertrude out of the house.

A flashback scene also occurs, and Gertrude remembers how she and Walter met at a Christmas party, and she loved him not knowing that he was lying about himself. They both get married, and eventually, Gertrude gets to know about the betrayal of her husband and his poverty. They often have argued over his alcoholic nature.

The novel progresses with the birth of Paul, an unwanted child. The parents keep on quarreling, and the father steals money from his wife's purse. The confrontation by the wife leads Walter to leave him, but he comes back home at night. Walter pays no attention to his family, and the environment of the house gets more tensed.

Gertrude gives birth to another child, Arthur, who has noticeable similarities with his father and receives more love from him by becoming his favorite child. When the eldest son, William, reaches the age of nineteen the father suggested that he should be working as a miner, but the mother fights for the son and sends him to London for work.

Paul and the family remain alienated from their father. Paul finds work at a surgical instruments' company as a junior clerk. William in London starts dating with a girl, Lily Weston, whose photograph he sends home. Gertrude doesn't like the girl. William suddenly falls ill and dies of a skin disease. This leads the mother into grief. She nurses her other son, Paul, to her fullest, when he catches pneumonia. Paul recovers from the disease.

Paul and Gertrude develop a deep relationship with each other after the death of William. Paul starts liking a girl, Miriam, who took care of him while he was ill. She is an ambitious girl who tries to change the lot by educating herself. Gertrude dislikes Miriam because she thinks that she will take Paul away from her. Paul shares his feeling towards Miriam with her friend Clara, whom he starts seeing.

Paul leaves Miriam when he decides to be more devoted to his mother who is now an old woman. Paul then develops a strange relationship with Clara. He is not sure whether he is attracted or repelled for Clara. While in confusion he still visits him and develops a relationship with her. Paul diverts most of his attention with Clara, and she tells him about her shattered married life. Paul's painting is sold to Major Moreton, and it makes his mother happy. She advises him that he should get married now.

Paul patches up with Miriam and tells her that they could not survive the relationship because it didn't have sex in it. They both sleep with each other, but Miriam holds an opinion that she and Paul are too young for marriage. Paul walks out of her, and it makes both of them irritated with each other. Meanwhile, Paul's sister and younger brother get married.

After breaking up with Miriam Paul again finds solace with Clara and invites her to meet his mother on the seaside trip. Clara and Paul develop a passionate relationship. Paul happens to meet Clara's husband Baxter Dawes, with whom he fights and gets injured eventually. Paul finds himself perplexed and divided between his love for his mother and his passion towards other women.

Gertrude Morel gets diagnosed with a tumor and suffers a lot. Paul and his sister give her an overdose of morphine to set her free from the pain. After the death of his mother, Paul finds his life shattered. He wants to finish his life for the sake of his mother, but he doesn't attempt this. Miriam proposes him for marriage, but he doesn't accept the offer.

Clara settles down the things between her and Baxter Dawes, and they live happily in Sheffield. Paul becomes a friend of Baxter and Walter, and he sells their house and starts living in rooms in the town. Paul chooses a single life for himself and discovers that he can love only with his mother. There is no place for another woman in his life.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url