Death of a Salesman Bangla Summary
Death of a Salesman আর্থার মিলার রচিত একটি বিখ্যাত আমেরিকান ট্র্যাজেডি নাটক। নাটকটির মূল চরিত্র উইলি লোম্যান, যিনি একজন বয়স্ক বিক্রয়কর্মী এবং স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্বে ভোগেন। এটি আমেরিকান ড্রিমের ভ্রান্ত ধারণা ও মধ্যবিত্ত জীবনের সংগ্রামকে চিত্রিত করে। নাটকটি পারিবারিক সম্পর্ক, আত্মমর্যাদা ও আর্থিক ব্যর্থতার করুণ পরিণতি তুলে ধরে। ১৯৪৯ সালে প্রথম মঞ্চস্থ হওয়ার পর থেকে এটি আধুনিক নাট্যসাহিত্যের একটি শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
Death of a Salesman Summary Act-I
আর্থার মিলার রচিত "Death of a Salesman" একটি আধুনিক বিয়োগান্ত নাটক। এই নাটকের গল্প শুরু হয় নাটকের কেন্দ্রীয় চরিত্র উইলি লোমানের একদিন কাজ থেকে তার ব্রুকলিনের বাড়িতে ফেরার মাধ্যমে। উইলি সারাদিন সেলসম্যানের কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। যেহেতু উইলির বয়স হয়েছে তাই সে একটু কাজে খুবই ক্লান্ত হয়ে পড়ে।
যৌবনে সে খুবই ভালো সেলসম্যান ছিল। উইলির স্ত্রী লিন্ডা স্বামীর ক্লান্ত ও অবসন্ন অবস্থা দেখে তাকে বলে সে যেন বস হাওয়ার্ডকে বলে তার পোস্টিং নিউইয়র্কে রাখতে। বিফ ও হ্যাপি নামে উইলির দুই ছেলে আছে। বিফের বয়স ৩৪ বছর। তাকে নিয়ে তার পিতার অনেক স্বপ্ন ছিল আজ নয়ত কাল সে সফল হবে কিন্তু বিফ তেমন কোন সুবিধা করতে পারেনি। বিফ তার পিতা উইলি হতে বেশ কিছু গুণ পেয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্যর্থ হওয়া। বিফকে গল্পে উইলির প্রতিচ্ছবিই মানা হয়।
বিফ উইলির প্রিয় ছেলে ছিল যদিও হ্যাপি বিফ থেকে কিছুটা সফল ছিলেন। বিফ বিভিন্ন ক্ষেতে খামারে কাজ করেছে কিন্তু তেমন কোন সুযোগ সুবিধা করতে পারেনি তাই সে নতুন করে কিছু শুরু করতে চায়। তাই তাকে রোলার স্টোনের সাথে তুলনা করা হয়। অন্যদিকে বিফের ছোট ভাই হ্যাপি একজন এসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। সে বিফের তুলনায় ভালো আয় করতে পারে। তবুও সে খুশি নয়।
আসলে হ্যাপি ঘুষ নিতো ও অফিসের অনেক নারী স্টাফের সাথে অনৈতিক সম্পর্ক করে। উইলির একটা অভ্যাস ছিল সে মাঝে মাঝে অতীত নিয়ে স্মৃতিচারণ করে ও সাময়িকভাবে অতীতে বাস করে। স্ত্রী লিন্ডার সাথে কথা শেষ করে উইলি রান্না করে যায় ও সেখানে অতীত নিয়ে ভাবতে থাকে। এরই মধ্যে তার দুই ছেলের আবির্ভাব ঘটে নাটকের দৃশ্যপটে। উইলি, বিফের উপর একটা ব্যাপারে বিশ্বাস রাখতো যে সে একদিন বিশাল এক ব্যবসার মালিক হবে যেটা চার্লির চেয়েও বড়। এই দিকে উইলি নিজের বর্তমান আর্থিক অবস্থার কথা লিন্ডা কে বলে। ব্যবসায় মন্দা থাকার কারণে সংসার চালানো তার পক্ষে খুব কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে।
তাদের কথার মধ্যে লিন্ডা বলে বিফের চুরি করা ফুটবলটি ফিরিয়ে দিতে হবে। আসলে ব্যাপার হলো বিফ তার স্কুলের লকার হতে ফুটবল চুরি করে। পরে লিন্ডা রুম থেকে চলে যায়। এরই মধ্যে গল্পে প্রবেশ করে উইলির অনেকদিনের পুরনো প্রতিবেশী ও বন্ধু চার্লি। সে আসলে উইলি তার সাথে বসে কার্ড খেলা শুরু করে। কিন্তু খেলতে বসেও উইলি অতীতের বিভিন্ন কথা মনে করেন। যেমন এই মুহূর্তে সে তার বড় ভাই বেনের কথা ভাবতেছিল। উইলির বয়স যখন মাত্র ৩বছর ও তার ভাইয়ের বয়স ১৭ বছর তখন তাদের পিতা তাদেরকে ছেড়ে আলাস্কায় চলে যায়।
বেন, পরিবারের বড় সন্তান হওয়ায় পিতার খোঁজে সেও আলাস্কায় যায়। কিন্তু সেই যাত্রাই বেনের সৌভাগ্য বয়ে আনে। জঙ্গলে সে হীরার খনির সন্ধান পায়। যার ফলে সে খুব দ্রুতই বড়লোক হয়ে যায়। সে গরীব অবস্থায় বনে প্রবেশ করে কিন্তু ৪ বছর পর মানে ২১ বছর বয়সে একজন ধনাঢ্য ব্যক্তি হিসাবে আলাস্কা হতে বের হয়। উইলি এই বিষয় টা নিয়ে খুবই আফসোস করে ও ভাবে যদি সেদিন সেও বেনের সাথে চলে যেতো তাহলে আজ তাকে এমন অবস্থার সম্মুখীন হতে হতোনা। উইলিকে বিড়বিড় করতে দেখে চার্লি তাকে কিছু জিজ্ঞাসা করলে সে তার উপির রেগে যায় ও চিৎকার দিয়ে ওঠে। যার কারণে চার্লি চলে যায়।
সে চলে যাওয়ার পর উইলি আবারোও বেনের কথা মনে করতে থাকে ও তাকে কল্পনা করতে থাকে। সে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে বেনের সাথে কথা বলে ও নিজের ছেলেদের সম্পর্কেও। নাটকের অন্য দৃশ্যপটে দেখা যায় বিফ ও হ্যাপি তাদের বাবা সম্পর্কে মা, লিন্ডার সাথে কথা বলছে। লিন্ডা তাদেরকে জানায় যে, উইলি বিল পরিশোধ করার জন্য তাদের প্রতিবেশী চার্লির থেকে টাকা ধার নিয়েছে। তিনি তার ছেলেদেরকে বলে তারা যেন বাবার প্রতি সদয় হয়। কিন্তু বিফ তার পিতাকে ভন্ড বলে দাবি করে। এমন মন্তব্যের কারন আমরা পরে জানতে পারব।
হ্যাপি ও বিফ খেলার সামগ্রী নিয়ে নতুন করে নিজেদের ব্যবসা শুরু করতে চাই। ছেলেদের এমন প্রস্তাব কিংবা উদ্যোগ উইলি খুব খুশি হয় ও আশাবাদী হয় আগের মালিক বিল অলিভারের কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার। তারা ভালো কিছু করবে। ব্যবসা তো বললেই হয়না তার জন্য ইনভেস্টমেন্ট দরকার। তাই বড় ছেলে বিফ কে তার পরামর্শ দেয়
Death of a Salesman Summary Act-II
এইদিকে উইলি তার বস হাওয়ার্ডের সাথে নিউইয়র্কে নিজের কাজ নিয়ে কথা বলে। কিন্তুক নিউইয়র্কে বর্তমানে কোনো সেলসম্যানের পোস্ট খালি না থাকার কারণে হাওয়ার্ড উইলির কথায় পাত্তা দেয়নি। বরং তাকে নিজের কাজে মনোযোগ দিতে বলে। আর সবচেয়ে বড় কথা উইলি সেলসম্যান হিসাবে তার বসের তেমন কোন কাজে আসছিল না।
উইলির অনেক অনুরোধের পরেও তার বস তার কথা বিবেচনা করেনি উল্টা তাকে চাকরিচ্যুত করে। চাকরি হারিয়ে সে বন্ধু ও প্রতিবেশী চার্লির কাছে যায়। তখন চার্লি তাকে একটি জবের অফার করে কিন্তু উইলি তা গ্রহণ করেনি বরং সে মনে মনে ভাবলেন চার্লি তাকে নিয়ে মজা করে এমনটা বলেছেন। মোটকথা উইলু কিছুটা আত্মা দাম্ভিক ছিল যার কারণে চার্লির অফার গ্রহণ করেননি। আগে থেকে কথা ছিল সে তার ছেলেদের সাথে ফ্রাঙ্ক'স চপ হাউজে দেখা করবে তাদের নতুন ব্যবসা সম্পর্কে আলাপ আলোচনা করতে।
তাই সে চার্লির ওইখান থেকে সরাসরি রেস্টুরেন্টে চলে যায়। সেখানে বিফ ও হ্যাপি আগে থেকেই ছিল। উইলি আসার পূর্বে বিফ, তার ছোট হ্যাপিকে বলে তার আগের বস বিল অলিভার তাকে টাকা ধার দিতে অস্বীকৃতি জানায়। টাকা না পেয়ে রাগে ক্ষোভে সে তার বসের একটা দামি কলম চুরি করে নেয়। এরই মধ্যে উইলি আসে ও ছেলেদেরকে জানায় তার বস তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। সে এখানেও অতীতের স্মৃতিচারণে বিভোর হয়ে গেছে ও ভাবছে বার্নার্ড লিন্ডাকে জানিয়েছে বিফ গনিতে ফেক করেছে যার কারণে সে Graduated হতে পারেনি।
একদিন বিফ, তার পিতা উইলিকে একটি হোটেলের রুমে পায়। আসলে সে এইখানে (বোস্টনে) এসেছে তার বাবাকে বলতে সে যন্ত্র মিস্টার বির্নবাউমকে অনুরোধ করে যাতে বিফকে পাশ করিয়ে দেয়। ছেলের হঠাৎ আবির্ভাবে উইলি নার্ভাস হয়ে যায় ও তার সাথে থাকা মহিলা (তার প্রেমিকা) কে লুকাতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু শেষ রক্ষা হয়নি বিফ মহিলাকে দেখে ফেলে। তার বুঝতে বাকি রইল না তার পিতার সাথে এই মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। স্ট্যানলি সেখানে প্রবেশ করলে উইলি কল্পনা জগৎ হতে বাস্তবে ফিরে আসে।
সে জানতে পারে ইতিমধ্যে বিফ ও হ্যাপি রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়। যাওয়ার পর হ্যাপির সাথে মিস ফরসিথ ও লেটা নামের দুজন পতিতা ছিল। বাবাকে এমন অবস্থায় একা ফেলে আসার জন্য লিন্ডা নিজের দুই ছেলের উপর ভীষণ রাগ করে। যদেও স্বামী হিসাবে উইলি বিশ্বস্ত ছিল না, লিন্ডা তার প্রতি খুবই দায়িত্বশীল ছিল। এইদিকে উইলি বাড়ি ফিরে তাদের বাগানে চলে যায়। বাগানে গিয়ে সে কিছু বীজ বপন করছিল তখন সে আবারো তার ভাই বেনের কথা ভাবতে থাকে।
কিন্তু এইবারের চিত্র একদম ভিন্ন। আগে আমরা দেখেছি উইলি, তার মৃত ভাই বেনকে নিয়ে অতীতের স্মৃতিচারণ করেছে কিন্তু এই চিত্রে দেখা যায় তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছে ও আত্মহত্যা নিয়েও। বেন উইলিকে বলে আত্মহত্যা করলে হয়তো বীমা কোম্পানি তার ইলুইরেন্সের টাকা দিতে অস্বীকৃতি জানাতে পারে।
উইলি কে বাসার ভিতরে না পেয়ে বিফ বাগানে যায়। বিফ কে দেখে উইলি তার উদ্দেশ্যে বলে সে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে। এই বিষয় নিয়ে বাবা ছেলের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। উইলি তার দুর্বস্থার জন্য বিফকে দায়ী করে। কিন্তু বিফও দমে থাকার লোক না সে উইলিকে উত্তর দেয় যে, সে নিজের ও বিফের ব্যর্থতার জন্য দায়ী। সে তার বাবাকে বলে সে কখনও জীবনের মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করেনি। তাই আজ তার এমন অবস্থা। বিফ চলে যায় ও উইলি তার জীবনের সকল ভুলগুলো বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে।
সে সিদ্ধান্ত নেয় লিন্ডা ও বিফকে তার ইলুইরেন্স এর $20000 দিয়ে যাবে যাতে করে তারা ঋণ মুক্ত হতে পারে ও ভালোভাবে বাঁচতে পারে। রাতে সবাই যখন ঘুমাতে যায় উইলি গাড়ি নিয়ে চুপিচুপি বের হয়ে যায় যদিও বিফ ও হ্যাপি গাড়ির শব্দ শুনতে পায়। সে গাড়ি দুর্ঘনায় মারা যায়। যদিও উইলি আত্মহত্যা করেছে কিন্তু তার মৃত্যুটা দুর্ঘটনাজনিত মনে হয়েছিল।
উপসংহার
নাটকের সমাপ্তির পর্দা নামার আগে দেখা যায়, লিন্ডা, তার দুই ছেলে ও চার্লি উইলির কবরের সামনে দাঁড়িয়ে আছে। তারা সবাই। উইলি সম্পর্কে নিজেদের মতামত প্রদান করে। হ্যাপি বলে তার পিতা ছিল স্বপ্নবাজ। চার্লি বলে উইলির এমন স্বপ্ন ছিল কারণ সে একজন সেলসম্যান ছিল আর সেলসম্যান দের এমনই হওয়া উচিত। লিন্ডা শোকে কাতর ছিল। বিফ তখন বলে উইলির এমন হত্যাশা, ব্যর্থতা ও মানসিক যন্ত্রণা সবই ছিল তার ভুল স্বপ্নের কারণে। মূলত উইলি তথাকথিত আমেরিকান ড্রিমের বলী হয়েছে।
Death of a Salesman short summary
Willy Loman, a sixty-year-old traveling salesman, is having trouble lately because he can't seem to keep his mind on the present. He keeps drifting back and forth between reality and memory, looking for exactly where his life went wrong. Having been demoted to a strictly commissions salesman, as he was in the beginning of his career, Willy begins to wonder what missed opportunity or wrong turn led his life to this dismal existence.
Willy always believed that being well liked was the key to success it's not what you know, it's who you know. But now, as he nears the end of his life, he realizes that the only things you can count on are the things you can touch. You can't touch appointments and half-hearted sentiments. This was something that his brother, Ben, a man independently wealthy by the age of twenty-one, tried to tell him years ago. Despite this, Willy insisted that his success would come from being well liked.
Throughout his life, Willy attempted to show his sons the keys to success and to prepare them, or at least Biff, his oldest son, for excellence in the business world. Willy pretended to be an important, respected, and successful salesman to win the love and respect of his family (and himself in some ways). He even started. believing that he was as important as he convinced the boys he was; whenever he couldn't live up to that expectation, and reality contradicted the image he tried to put forth, his whole life began to crumble.
He realizes that he is a failure and he has wasted his life. Not only that, but he has taught his sons the wrong things. Now Biff is a bum who can't hold a job anywhere but in the West as a farmhand, and Hap is a philandering assistant's assistant who is just as deluded about his importance as Willy. Willy taught his sons the wrong things, and now their lives are mediocre because of it.
Willy and Biff, although close when Biff was younger, are always at odds because Biff hasn't lived up to Willy's great expectations for him. Biff was never given the proper direction to fulfill these expectations. Willy encouraged him only to be well liked and popular, Biff learned he never had to work for anything or take orders from anyone, and as a result, he couldn't keep a job in the business world. Willy even encouraged his boys to steal: another reason Biff couldn't hold a job, because he kept getting in trouble for stealing. Integrity was never an emphasized characteristic in the Loman house.
Now Biff has come home and he realizes that he's just an ordinary guy who was meant for a life outside the business world. He is happy only when he is honest with himself. This realization prompts an entire overhaul of the values taught to him by his father, and Biff wants to expose the lies Willy has been telling for years. Willy won't have it. After a series of long arguments, Biff decides it's best if he leaves for good; he will never fulfill his father's dreams, nor will he convince Willy to confront reality.
Willy, now unemployed and completely broken down, decides that he must do something magnificent to prove to Biff his life wasn't useless and completely wasted. Feeling he will be of greater value dead, he kills himself so that Biff can use the insurance money to start his own business. His son will consider his father a hero, and appreciate the sacrifice that he made for his son.
He also wants to prove that his importance and success as a salesman was not fake, expecting a grand funeral attended by many buyers in New England (similar to the funeral of Dave Singleman). It doesn't work out that way. The insurance doesn't cover suicide and only Willy's family and their two neighbors attend the funeral. In the end, Willy's legacy is one of a broken man, whose life had become a sad failure.