Rearrange a sentence Rules

Sentence Rearrangement বেশ জটিল ও সময়ক্ষেপণকারী Topic. মূলত শিক্ষার্থীদের Sense of Cohesion যাচাই করার জন্য এই Topic- টি পরীক্ষাতে অন্তর্ভুক্ত করা হয়। এখন Cohesion কী সেটা জানা দরকার। Cohesion শব্দের শাব্দিক অর্থ একত্রে এঁটে থাকার প্রবণতা। কিন্তু Grammar এর ভাষায় Cohesion বলতে Sentence- গুলোর মধ্যে ধারাবাহিক ও যৌক্তিক প্রবাহমানতা বোঝায়। যেমন-

Messi gets up 6 a.m. Then he has a wash. After that he has his breakfast. At 7 am he strats for school. এখানে ধারাবাহিক প্রবাহমানতা রয়েছে। কিন্তু যদি এই sentence গুলোকে এভাবে লেখা হতো- Then he has a wash Messi get up at 6 a.m. At 7 am he starts for his school. After that he has his breakfast.

এই Sentence গুলো দ্বারা ধারাবাহিক অর্থ প্রকাশ পাচ্ছে না। মূলত এই Sentence গুলোর মধ্যে Cohesion নেই। Cohesion সম্পর্কে ধারণা না থাকলে এবং Rearrangement কিছু tips না জানলে Sentence Rearrangement করা হবে খড়ের গাদায় সুচ খোঁচার মতো। যাইহোক, আমরা Rearrangement- এর কিছু Tips নিয়ে আলোচনা করব যা একান্তই আমাদের গবেষণার ফসল।

Some Things to Do (কিছু জিনিস যা করতে হবে):

1. প্রথমেই Sentence গুলো কোন বিষয়ের ওপর তা বুঝতে হবে । অর্থাৎ Sentence গুলো দ্বারা কোন Theme বা Idea- কে সম্প্রসারি বুঝতে হবে।

2. দ্বিতীয় কাজটি হবে Topic Sentence- টি খুঁজে বের করা। সকল লেখাতেই একটি সূচনাকারী Sentence থাকে বিষয়ের মূল ধারণা (Theme or Central Idea) ধারণ করে। যেমন James is an unhappy man. Firstly he has a huge loss in share market. Secondly his only son has been arrested for it racing thirdly his wife has been in for a long time as a matter of fat James is really an unhappy man.

এখানে সবগুলো Sentence একটি বিষয়ের ওপর। আর তা হচ্ছে unhappiness of James এই বিষয়টি James is an unhappy man. এই Sentence- টি দ্বারা প্রকাশিত হয়েছে। পরের Sentence গুলো দিয়ে এই বিষয়টিকে সমর্থন করা হয়েছে। Topic Sentence- টি সাধারণত কোন ব্যক্তি বা বস্তুর নাম বা তার পরিচয় দিয়ে শুরু হয়। যেমন
A. Long long ago there lived a very kind man named Hatim Tai.
B. Once Sheik Saadi was going to Bagdad with a group of rich merchants.
C. King Solomon was the wisest of his time
D. Once two friends were passing through a forest.
E. Hazrat Omar was the second Caliph of Islam. 

3. Topic Sentence গুলো সাধারণত সময় দিয়ে শুরু হয়। যেমন- Long long ago, Once, One day ইত্যাদি।

4. Sentence Rearrangement- এর তৃতীয় কাজটি হচ্ছে Terminator বা Concluding Sentence- টি নির্ণয় করা সাধারণত Hence, finally, therefore ইত্যাদি দ্বারা শুরু হওয়া Sentence গুলো Rearrange- এর শেষ Sentence হয়।

5. Rearrangement- এর চতুর্থ পর্যায়ের কাজ হচ্ছে বাকী Sentence গুলোর মধ্যে Link খুঁজে বের করা। যেমন- But, So এবং Now তিনটি Sentence- এর শুরুতে থাকলে প্রথম Sentence- টি হবে But দ্বারা শুরু হওয়া Sentence- টি দ্বিতীয় Sentence- টি so দ্বারা শুরু হওয়া Sentence আর Now দ্বারা শুরু হবে সর্বশেষ Sentence.
Rearrange a sentence Rules

Some Important Tips to Arrange Jumbled Sentences

1. প্রথমেই অনুচ্ছেদের Topic বা বিষয়টি কী তা বুঝতে হবে। এক্ষেত্রে Repeated Word গুলোর দিকে দৃষ্টি দিতে হবে।

2. যদি কোন বিশেষ শব্দ একাধিক Sentence- এ ব্যবহৃত হয় তবে তা দেখে Topic নির্ধারণ করা যায়।

3. কোন Sentence যদি কোন ব্যক্তির নাম বা তার বিশেষ পরিচয় দিয়ে শুরু হয় , তবে ঐ Sentence- টি সাধারণত Rearranging -First Sentence হয়।

4. যদি কোন Sentence ‘I’ ‘You’ ছাড়া অন্য Pronoun যেমন- He, She, It বা They দিয়ে শুরু হয়, তবে ঐ Sentence Rearranging- এর First Sentence হতে পারে না।

5. That, This, These, Those ইত্যাদি যদি কোনো Sentence- এর শুরুতে থাকে , তবে ঐ Sentence- টি প্রথম Sentence হবে না।

6. যদি কোনো Sentence- এর শুরুতে A, An বা The থাকে তবে ঐ Sentence টি Rearraning- এর প্রথম Sentence হওয়ার সম্ভাবনা অধিক।

7. Once, One day, Once upon a time, Long ago ইত্যাদি দ্বারা শুরু হওয়া Sentence- টি সাধারণত Rearranging- এর প্রথম Sentence হয়।

8. যদি A, An and The একাধিক Sentence- এর শুরুতে থাকে তাহলে A / An দ্বারা শুরু হওয়া Sentence- টি প্রথমে বসবে। তারপর The দ্বারা শুরু হওয়া Sentence- টি বসবে।

9. যদি But, So এবং Now ৩ টি Sentence- এর শুরুতে থাকে, তাহলে প্রথম Sentence- টি হবে But দ্বারা হওয়া Sentence, দ্বিতীয় Sentence- টি হবে So দ্বারা শুরু হওয়া Sentence এবং তৃতীয় Sentence- টি হবে Now দ্বারা শুরু হওয়া Sentence.

10. যদি Rearranging- এ এক সেট Simple, Complex Compound Sentence থাকে তাহলে Simple Sentence- টি প্রথমে Sentence হবে। Compound Sentence- টি দ্বিতীয় Sentence হবে এবং Complex Sentence- টি তৃতীয় Sentence হবে।

11 . যদি কোন Sentence Hence, Finally এবং Therefore দ্বারা শুরু হয় , তাহলে ঐ Sentence- টি সাধারণত Rearranging- এর শেষ Sentence হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url