Subjective verb rules, uses and exercise


Subjunctive Verb কী?


কোন কাজ জরুরী বা গুরুত্বপূর্ণ বুঝাতে বাক্যের প্রথমাংশে ব্যবহৃত Verb বা Adjective অনুসারে পরে That-clause এর Subject এর পর কোন Tense অনুসরণ না করেই Verb ব্যবহারের নিয়মকে English Grammar-এ Subjunctive বলে। Subjunctive এর আওতায় যে কোন Verb হয়, তার ব্যাপারে দু’টি বিষয় মনে রাখবেন-

1. এটি কোন Tense অনুসারে ব্যবহৃত হয় না।
2. এটি Subject এর Number ও Person অনুসারে ব্যবহৃত হয় না।

Different between British and American Subjunctive Verb

👉British English -এ সাধারণত Subjunctive Verb এর রূপ হলো- should + Simple Form. যেমন:

1. Mona proposed that we should make some changes in the office management.
2. It essential that he should give up smoking soon.

👉American English-এ Subjunctive Verb সবসময় Simple Form হয়। তার মানে, এক্ষেত্রে American-রা 'should’ উহ্য রাখেন। উল্লেখ্য যে, বর্তমানে American নিয়মেই Subjunctive Verb এর ব্যবহার বেশী গ্রহণযোগ্যতা পায়। যেমন:

1. Monica proposed that we make some changes in the office management.
2. It essential that she give up smoking soon.

Rules of Subjective verb


Subjunctive Verb এর ক্ষেত্রসমূহ: প্রধানত তিন ধরণের বাক্যাংশের পর Subjunctive Verb ব্যবহার করতে হয়।

👉Rule-1: কোন বাক্যের প্রথম অংশে (অর্থাৎ, Principal Clause-এ) নিম্নোল্লিখিত Verb গুলোর কোন একটি থাকলে-

Propose, suggest, recommend, advise, demand, urge, ask, request, petition, require, desire, prefer, insist, order, decree ---- ইত্যাদি।

এই Verb গুলোর পর যে That - Clause থাকলে, তার Subject এর পর Verb টি Subjunctive নিয়মে বসে। নিচের উদাহরণগুলো মনোযোগ সহকারে দেখুন।

1. The doctor suggested that she take (or should take) physical exercise regularly. 

2. I propose that the whole matter be secret. (or should be)

3. The director ordered that a new camera be used to capture the panorama. (or should be used)

4. Monica insisted that she have her lunch at home. (or should have)

5. People urge that the government ensure them safety. (or should ensure)
6. I desire that she not waste time in gossiping. (or should not waste)

👉Rule- 2. কোন বাক্যের প্রথম অংশে (অর্থাৎ, Principal Clause-এ) নিম্নোল্লিখিত Noun গুলোর কোন একটি থাকলে-

Proposal, suggestion, advice, recommendation, requirement, demand, urge, insistence, preference --- ইত্যাদি।

এই Noun গুলোর পর যে That - Clause থাকলে, তার Subject এর পর Verb টি Subjunctive নিয়মে বসে। নিচের উদাহরণগুলো মনোযোগ সহকারে দেখুন।

1. The recommendation that we arrange a meeting was considered great. (or should arrange)

2. It is an accepted requirement that a student learn in a congenial environment. (or should learn)

3. Selena ignored the suggestion that she take a balanced diet everyday. (or should take)

4. The authority gave in our demand that the service be improved soon. (or should be improved)
 
Subjective verb rules uses
👉Rule -3. কোন বাক্যের প্রথম অংশটিতে (অর্থাৎ, Principal Clause-টিতে) নিম্নোল্লিখিত Adjective গুলোর কোন একটি থাকলে--

Essential, imperative, important, necessary, urgent, desirable, preferable --- ইত্যাদি।

এই Adjective গুলোর পর যে That - Clause থাকলে, তার Subject এর পর Verb টি Subjunctive নিয়মে বসে। নিচের উদাহরণগুলো মনোযোগ সহকারে দেখুন। 

1. It is important that he be present tomorrow. (or should be)

2. It is essential that we learn Spanish. (or should learn)

3. It is desirable that a politician serve the nation. (or should serve)

4. It is imperative that our people realize the reasons of our lagging behind. (or should realize)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url