Countable and uncountable nouns
Noun এর একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশ countable & uncountable.
1. Countable= গণনাযোগ্য বা গণনা করা যায় এমন।
2. Uncountable = গণনাযোগ্য নয় বা গণনা করা যায় না এমন।
1. Countable noun: Countable হল গণনা করা যায় এমন সকল Noun. আর একটু সহজভাবে বললে যেই Noun এর plural form হয়, তাকে countable noun বলে। For example: car, cars, cow, cows, city, cities.
খেয়াল করুন সব গুলি Noun এর plural আছে। singular থেকে plural করা যায়।
2. Uncountable Noun: যে সকল noun গণনা করা যায়না তাকে uncountable noun বলে। সহজে বললে যে সকল noun এর plural হয়না তাই uncountable. For example, Corn, Soup, Toast, Beef ইত্যাদি।
👉Countable & Uncountable Noun এর ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা আবশ্যক:
1. Countable কে plural করা যায়।
2. Uncountable কে plural করা যাবেনা।
3. Countable Noun এর সাথে a, an, the ব্যবহার করা যায়।
4. Uncountable Noun এর সাথে a, an, the ব্যবহার করা যায় না। তবে uncountable Noun এর ঠিক পরপর একটি Preposition থাকলে The ব্যবহার করা যায়। যেমন:
i. I need a pen.
ii. I need advice
iii. I love the dance of Nora Fatehi.
👉লক্ষ করুন dance uncountable noun. তার পরেই preposition আছে। তাই The বসেছে।
Countable Noun এর পূর্বে সরাসরি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায়। কিন্তু uncountable Noun এর সাথে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে হলে একটা নিয়ম অনুসরণ করতে হয়। সেটা হলো- সংখ্যাবাচক শব্দ + Piece (s) + Of + uncountable Noun। যেমন-
i. I have five books. (Book- Count)
ii. I have 5 pieces of furniture. (Furniture- Non Count)
👉Piece এর Alternative হিসেবে সঠিক অর্থ প্রদানের জন্য নিচের measure word গুলো ব্যবহার করা যায়। যেমন: Ear of corn, bar of soap, bolt of lightning, clap of thunder, loaf/lice of bread, gust of wind.
উদাহরণ- My father bought a bar of soap.
👉Uncountable Noun এর সাথে Little, a little, less, Only a little ব্যবহার করা হয়।countable Noun এর সাথে Few, a few, fewer, only a few ব্যবহার করা হয়।
যেমন- I have bought a few notebooks
👉Countable Noun এর সাথে Many এবং uncountable Noun এর সাথে Much ব্যবহার করা হয়।
যেমন:I saw many people in the field.
👉Countable Noun এর সাথে ‘Number of’ এবং Uncountable এর সাথে ‘Amount Of’ ব্যবহার করা হয়।
যেমন- I need a small amount of money.
👉Length, Distance,Money, Time,Weight, শব্দগুলো uncountable কিন্তু এদের এককগুলো Countable Noun। যেমন- Time doesn’t come Back.
7 days have been passed ( 7 days সময়ের একক।)
👉More, Most, Some Majority of, Plenty of, A lot of, All, Enough ইত্যাদি Determiner Countbale এবং Uncountable উভয়ের পূর্বে ব্যবহৃত হয়। যেমন: All information is Correct.
👉মনে রাখতে হবে, ছোট দানাদার জাতীয় খাবার Uncountable Noun হয়। যেমন- sugar, rice, wheat, salt etc.
👉তরল জাতীয় সব Uncountable Noun যেমন- water, oil, wine, beer etc
👉সমজাতীয় অর্থে কিছু Countable Noun এবং কিছু Uncountable হয়। যেমন –
👉Advertisement Countable কিন্তু Advertising Uncountable
👉Journey Countable কিন্তু Travel Uncountable
👉Laugh Countable কিন্তু Laughter Uncountable
👉Climate Countableকিন্তু Weather Uncountable
👉Machine Countable কিন্তু Machinery Uncountable
👉Traffic Jam Countable কিন্তু Traffic Uncountable
👉Uncountable Noun এর সংখ্যাটা খুব বেশি নয়, সম্ভব হলে প্রচলিত uncountable noun গুলি মনে রাখতে পারেন। আমি সংযুক্ত করলাম না। আপনারা কষ্ট দেখে নিবেন কোন বই থেকে।