E-learning Bangla meaning

ই-লার্নিং হচ্ছে শিক্ষাক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। বারনার্ড লুস্কিন, ই - লার্নিং এর একজন পথিকৃৎ বলেন, E-Learning - এর 'E'- কে ইলেকট্রনিক এর পাশাপাশি উত্তেজনাপূর্ণ, উদ্যমী, উৎসাহী, আবেগপ্রবণ, বর্ধিত, উৎকর্ষ, এবং শিক্ষা সংক্রান্ত হিসেবে ব্যাখ্যা করা উচিত। পাঠ্যবই, অডিও, ইমেজ, অ্যানিমেশন, এবং স্ট্রিমিং ভিডিও হচ্ছে ই-লার্নিং এর বিভিন্ন মাধ্যম।

ই-লার্নিং ক্লাসরুমের ভেতরে অথবা বাইরে যেকোনো জায়গায় প্রদান করা যেতে পারে। এটা দূরশিক্ষণ ও নমণীয় শিক্ষণের জন্য উপযুক্ত।

সনাতনী শিক্ষা ব্যবস্থার চেয়ে অনলাইন ও কম্পিউটার ভিত্তিক শিক্ষাব্যবস্থার কিছু উপকারিতা রয়েছে। কাজ এবং পরিবারের পাশাপাশি শ্রেণির কাজ করা যায়।

এটি শিক্ষার্থীদের যাত ও খরচ বাঁচায়। যদি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকে, শিক্ষার্থীরা যেকোনো জায়গা থেকে পড়াশোনা করতে পারে। এখানে শিক্ষার্থীরা নিজেরাই তাদের জ্ঞান ও আগ্রহের মাত্রা ঠিক করতে পারে।

তাদের কম্পিউটার ও ইন্টারনেট দক্ষতা বাড়বে এবং তাদের পেশায় উন্নতিতে সহায়তা করবে। অনলাইন এবং কম্পিউটার ভিত্তিক কোর্স সফলভাবে শেষ করলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে।

অন্যদিকে ই - লার্নিং এর কিছু অসুবিধাও রয়েছে। খারাপ অধ্যয়নের অভ্যাস আছে এমন শিক্ষার্থীরা পিছিয়ে পরবে। শিক্ষার্থীরা তাদেরকে প্রশিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে বিচ্ছিন্ন মনে করতে পারে।

প্রশিক্ষকদের প্রয়োজনের সময় পাওয়া নাও যেতে পারে। তবুও সনাতনী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ই - লার্নিং শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করতে পারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url