SSC & HSC Grammar Lecture Sheet অথবা Board Question Solution এর পিডিএফ এবং ওয়ার্ড ফাইল ক্রয় করতে Click here!

দ্বন্দ্ব সমাস

দ্বন্দ্ব সমাস কি?

দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসের সমস্যমান পদের অর্থ গুলো সমান থাকে অর্থাৎ সমস্যমান পদ গুলো প্রত্যেকটি অংশই সমানভাবে গুরুত্ব পায়।

মোট কথা হল সমস্যা মানের অর্থ সমানভাবে গুরুত্ব পেলে তাকে দ্বন্দ্ব সমাস বলা যায়। যেমন আমি বলি তাল এবং তমাল এখানে তাল এবং তমাল দুটির অর্থ সমানভাবে গুরুত্ব পেয়েছে।

দ্বন্দ্ব সমাস এর শ্রেণীবিন্যাস


দ্বন্দ্ব সমাস নানা ভাবে বিভক্ত করা যায়। যেমন

১. সাধারণ দ্বন্দ্ব: যে সমাসে দুটি বা তার বেশি পদের মিলন হয় তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে।
মা ও বাবা

২. মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস: যখন অর্থের দিক হইতে পরস্পর মিলন বোঝায় তখন দুটি পদের মধ্যে যে সমাস গঠিত হয় সেই সমাস মিলনার্থক দ্বন্দ্ব সমাস।
উদাহরণগুলো:
ভাই ও বোন = ভাই বোন
মা বাপ=
মাসি -পিসি
জিন-পরী
চা-বিস্কুট

৩. বিরোধার্থক দ্বন্দ্ব সমাস: অর্থ অনুসারে যে সমাস গুলোর মধ্যে শত্রুতা ভাব ফুটে উঠে অথবা বিরোধ বুঝায় বা বিপরীত অর্থ বোঝায় এরকম হলে তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণগুলো হচ্ছে-

সাদা ও কালো
দা-কুমড়া
অহি-নকুল
স্বর্গ-নরক

৪. বিপরীতার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস: অর্থের দিক দিয়ে যে সমাস সম্পূর্ণ বিপরীত অর্থ ফুটিয়ে তোলে তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণগুলো হচ্ছে
আয়-ব্যয়
জমা-খরচ
ছোট-বড়
ছেলে-বুড়ো
লাভ-লোকসান
জানু-অপটু
নিন্দিত-নন্দিত
দিন-রাত
ভিতরে-বাহিরে
ভেজা-শুকনো
গতি-স্থিতি
ইতর-ভদ্র
আগমন-নির্গমন
ছটফটে-শান্ত

৫. সমর্থক দ্বন্দ্ব সমাস: সমান অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তখন তাকে সমর্থক দ্বন্দ্ব সমাস বলা হয়। উদাহরণগুলো হচ্ছে

হাট-বাজার
ঘর -দুয়ার
কল-কারখানা
মোল্লা-মৌলভী
খাতা-পত্র
কাপড়-চোপড়
দয়া-মায়া
ধুতি-চাদর


৬. অলুক দ্বন্দ্ব: অলুক দ্বন্দ্ব হচ্ছে এই সমাসে সমস্যমান পদ গুলো থাকে এই পদগুলোর বিভক্তি লোপ পাবে না অর্থাৎ সমস্যমান পদের বিভক্তি লোপ না পেলে যে সমাস গঠিত হয় তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। গুরুত্বপূর্ণ উদাহরণ গুলো হচ্ছে
দুধে-ভাতে
জলে-স্থলে
দেশে-বিদেশে
হাতে-কলমে
মায়ে-জিয়ে

৭. অঙ্গ বাচক শব্দ যোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ:
হাত-পা
নাক-গান
বুক-পিঠ
মাথা-মন্ড
মুখ-নাক

৮. সংখ্যাবাচক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস: উদাহরণগুলো হচ্ছে
সাত- পাঁচ
নয়-ছয়
সাত-সতের
ঊনিশ-বিশ
তিন-তের ইত্যাদি

৯. দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস: দুটি সর্বনাম পদ একত্রিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত করে তাকে দুটি সর্বনাম যোগ দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণগুলো হচ্ছে
যা-তা
যে-সে
যথা-তথা
তুমি-আমি
এখানে-সেখানে

১০. দুটি ক্রিয়াপদ গঠিত দ্বন্দ্ব সমাস: উদাহরণগুলো হচ্ছে
দেখা-শোনা
যাওয়া-আসা
চলা-ফেরা
দেওয়া-থোওয়া

১১. দুটি বিশেষণ গঠিত দ্বন্দ্ব সমাস: উদাহরণগুলো হচ্ছে
ভালো-মন্দ
কম-বেশি
আসল-নকল
বাকি-বকেয়া

১২. বহুপদী দ্বন্দ্ব সমাস: তিনটি বা তার বেশি পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে ‌। উদাহরণগুলো হচ্ছে
*সাহেব-বিবি-গোলাম
*হাত-পা-নাক- মুখ-চোখ
*সে-তুমি-আমরা-আমি

১৩. একশেষ দ্বন্দ্ব সমাস: যে সমাসে সমাসের অন্যান্য পদের বিলুপ্তি ঘটে প্রথম পদ এবং শেষ পদের ধারাবাহিকতা রক্ষা করে অর্থাৎ মিল রাখে তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, জায়া ও প্রতি- দম্পতি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url