HSC Cumilla Board Modifier Solution 2023
Amerigo, (a) --- (use noun in apposition) lives alone. His parents now live separate and none of them wants (b) --- (use an infinitive to post modify the verb) his responsibility. (c) --- (use possessive to pre-modify the noun) mother told him to go away because she is married to another man. (d) --- (use determiner to pre-modify the noun) streets are now his home. He wanted (e) --- (use an adjective to pre-modify the noun) money from his father to buy a (f) --- (use a noun adjective to pre-modify the noun) ticket. But his father did not answer. He earns his living by working hard. (g) --- (use adverbial to pre-modify the verb) he finds work. (h) --- (use demonstrative to pre-modify the noun) works are risky for him. Once he sold ice cream (i) --- (use a prepositional phrase to post modify the verb). But he got (j) --- (use quantifier to pre-modify the noun) money in return from the owner of the ice cream shop.
Answer: (a) a street child; (b) to take; (c) His; (d) The; (e) some; (f) bus; (g) hardly; (h) These; (i) on the beach; (j) no.
Q. Amerigo, (a) —– (use noun in apposition) lives alone.
Explanation-A:
Appositive/ Apposition: যখন কোন Noun / Noun phrase অন্য একটি Noun এর পরে বসে প্রথম Noun টির পরিচয় প্রকাশ করে, তখন ওই পরিচয় প্রকাশকারী (অর্থাৎ শেষের) Noun টিকে প্রথম Noun এর Appositive বলে। আর দ্বিতীয় Noun এর অবস্থানকে Noun in Apposition বলা হয়। এখানেও এমন একটি Noun/phrase ব্যবহার করবো, যা Amerigo পরিচয় প্রকাশ করবে। এখানে আমরা ব্যবহার করতে পারি a street child কেননা এই গল্পে দেখা যায় Amerigo একটি Separated Family এর সন্তান। এবং সে পথশিশু হিসেবে জীবন যাপন করে। অনুবাদ: পথশিশু এমেরিগো একাকী বাস করে।
Explanation-B:
অনুবাদ: তার মাবাবা আলাদা বসবাস করেন। এবং তাদের কেউই তার দায়িত্ব নিতে চায় না। ব্যাখ্যা: লাইনটির বাংলা অনুবাদ বিশ্লেষণ করলে দেখা যায় none of them wants তাদের কেউই চান না —- his responsibility তার দায়িত্ব। তার দায়িত্ব কী করতে চান না? নিতে চান না। নেয়া অর্থ বোঝাতে take ব্যবহৃত হয়। কিন্তু বলা হচ্ছে, use an infinitive to post modify the verb. অর্থ্যাৎ infinitive = to + মূল verb ব্যবহার কে wants- verbকে post modify করতে হবে। অতএব এখানে to take ব্যবহার করলেই উত্তর সঠিক হচ্ছে।
Explanation-C:
এখানে বলা হচ্ছে possessive (my, our, his, her, their) ব্যবহার করে mother- Noun টিকে Pre-modify করতে হবে। এখানে Possessive হিসেবে his ব্যবহৃত হবে। কেননা Amerigo হচ্ছে 3rd person Singular Number. এবং Masculine Gender. যার Subjective হলো He আর Objective হলো Him এবং Possessive হলো His. অনুবাদ: তার মা তাকে দূরে চলে যেতে বলে ছিল। কারণ তার মায়ের অন্য আরেক লোকের সাথে বিয়ে হয়েছে।
Explanation-D:
ব্যাখ্যা: বলা হচ্ছে Determiner ব্যবহার করে Streets- Noun টিকে Pre-modify করতে হবে। Determiner হলো এমন কতগুলো শব্দ, যারা Noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা ও পরিমান বোঝায়। যেমন: My teacher has given two books and some money to the poor boy. এই Sentence টিতে My, two, some এবং the হলো Determiner. Determiner গুলো নিন্মরূপ: Article: a, an, the Demonstrative: This, That, These, Those Possessive: My, His, Her, Their, Your, Our, Its Quantifier: (a) few, fewer, (b) little, many, most, much, more, some, any etc. Number: One, two, three etc. Ordinal: First, second, Third, 1st, 2nd, 3rd etc. এখানে নির্দিষ্টিতা বোঝাতে Determiner হিসেবে The ব্যবহৃত হবে।
Explanation-E, F:
ব্যাখ্যা: গ্যাপ (e) তে বলা হয়েছে Adjective ব্যবহার করে money- noun কে pre-modify করতে। Money একটি uncountable noun, তাই Money এর আগে adjective হিসেবে some ব্যবহৃত হবে। তাহলে দাঁড়ায় He wanted some money to his father. গ্যাপ (f) এ বলা হয়েছে noun adjective দিয়ে অর্থ্যাৎ অন্য আরেকটি noun দিয়ে ticket- Noun কে Modify করতে হবে। যখন একটি Noun এর পূর্বে অন্য আরেকটি Noun বসে পরের Noun সম্পর্কে কোন তথ্য প্রদান করে, তখন প্রথম Noun টিকে ২য় Noun এর Noun Adjective হিসেবে গণ্য করা হয়। যেমন: Rail Station, School Boy, College Bus, Cricket Match, Money Bag, truck Driver etc. এখানে প্রতিটি জোড়াতে দুটি শব্দই Noun কিন্তু প্রথম শব্দটি Adjective হিসেবে কাজ করেছে। তাই প্রথম শব্দটি Noun Adjective. Amigo তার বাবার কাছে বাস টিকেট কেনার জন্য কিছু টাকা চেয়েছিলো। অতএব গ্যাপে হবে bus.
Explanation-G:
গ্যাপ (g) তে বলা হয়েছে একটি Adverbial ব্যবহার করে finds verb কে pre-modify করতে হবে। আসলে অমেরিগো সবসময় কাজ পেতো না। আমরা এখানে Adverbial হিসেবে Hardly ব্যবহার করতে পারি। তাহলে হবে, Hardly he finds work. অনুবাদ: সে কদাচিৎ কাজ পেতো।
Explanation-H:
বলা হয়েছে Demonstrative ব্যবহার করে works Noun কে pre-modify করতে। Demonstrative হলো ৪ টি This, that, these এবং those. works nounটি plural. বাক্যটির অনুবাদ হলো, এই কাজগুলো তার জন্য বিপদজনক। এই কাজগুলো অর্থে Demonstrative হিসেবে These এরপর works হবে।
Explanation-I:
বলা হচ্ছে একটি Prepositional phrase ব্যবহার করে sold যে Verb টি আছে, তাকে post modify করতে হবে। এখানে Prepositional Phrase হিসেবে on the beach ব্যবহৃত হবে। কেননা গল্প অনুযায়ী সে বিচে আইসক্রিম বিক্রি করতো।
Explanation-J:
Quantifier ব্যবহার করে money- noun কে Pre-modify করতে বলা হয়েছে। Quantifier হলো Noun এর পরিমাণ নির্দেশক শব্দ। যেমন- Singular, non countable quantifier হলো: much, little, a little, a great/little amount of, a lot of, a lot, more, less, some, adequate, enough, no ইত্যাদি। আবার Plural, countable noun quantifier হলো: many, some, few, a great/good number of, a lot of, a lot, three, ten, more, less, several, adequate, enough ইত্যাদি। যাইহোক যেহেতু money একটি Uncountable Noun এবং এমেরিগু আইসক্রিম বিক্রি করে কোন টাকাই পেত, তাই এখানে quantifier হিসেবে no ব্যবহৃত হবে।