HSC Right Form of Verb Cumilla Board 2023
Answer: (a) is considered; (b) plays; (c) is called; (d) develop; (e) reading; (f) to acquire; (g) is; (h) can maintain; (i) is; (j) does not read; (k) is: (l) take; (m) can not live; (n) are asked.
Q. Newspaper (a) —— (consider) the people’s parliament.
Explanation-A:
অনুবাদ: সংবাদপত্রকে জনগণের পার্লামেন্ট হিসেবে নিবেচনা করা হয়। ব্যাখ্যা: এই Sentence টিতে Subject হলো Newspaper যা 3rd Person Singular Number. এবং বাংলা অর্থ দেখে বোঝা যাচ্ছে Verb টি Present Indefinite Tense এ আছে। আবার এখানে দেখুন বলা হচ্ছে “সংবাদপত্রকে জনগণের পার্লামেন্ট হিসেবে নিবেচনা করা হয়”। অর্থ্যাৎ সংবাদপত্রকে বিবেচনা কারা হয়, সংবাদপত্র নিজে কিন্তু বিবেচনা করে না। এর মানে হলো Newspaper- Subject টি এখানে কাজ করছে না। Subject নিজে কাজ না করায়, Subject 3rd Person Singular Number হওয়ায় এবং Verb টি Present Indefinite Tense এ থাকায় এটা passive voice এ হবে গ্যাপে Auxiliary Verb-is এরপর ‘consider’ Verb এর Past Participle- considered ব্যবহার করলেই Answer টি সঠিক হবে।
Explanation-B:
অনুবাদ: আধুনিক সভ্যতায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাখ্যা: এই Sentence টিতেও Subject- ‘ The newspaper’ 3rd Person Singular Number. বলা হচ্ছে ‘সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন’ অর্থ্যাৎ এখানে Subject- The Newspaper নিজে কাজ করে এবং Verb টি Present Indefinite Tense এ আছে। তাই ব্র্যাকেটের Verb- play এর শেষে ‘s’ যোগ করলেই আমরা সঠিক Answer টি পেয়ে যাবো।
Explanation-C:
অনুবাদ: এটি (সংবাদপত্র) কে বিশ্বের দর্পণ বলা হয়। ব্যাখ্যা: এই Sentence টিতে It হচ্ছে Subject যা 3rd Person Singular Number. এখানে It- Subject কে ‘বলা হয়’ It নিজে কিন্তু বলছে না। এবং Verb টি Present Indefinite Tense এ আছে। অতএব, গ্যাপে Auxiliary Verb হিসেবে is ব্যবহৃত হবে এবং Verb- call এর Past participle- called হবে।
Explanation-D, E:
অনুবাদ: আমাদের অবশ্যই প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যাখ্যা: গ্যাপ (d) এর আগে আছে must. Must, should, can, could, will, would ইত্যাদি Modal Auxiliary verb. এদের পর ব্র্যাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না। অর্থ্যাৎ গ্যাপ (d) তে develope হবে। গ্যাপ (e) এর আগে আছে Preposition- of. Preposition এরপর ব্র্যাকেটের Verb এর সাথে ing যোগ করতে হয়।
Explanation-F, G:
অনুবাদ: এটি আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে। যেই জ্ঞান আমাদের শিক্ষার জন্য অত্যাশক। ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে ‘It helps us (f) —- (acquire) knowledge’ এই অংশে ২টি Verb আছে একটি হলো helps অন্যটি acquire. একটি Sentence এ ২টি Verb থাকলে হয় ২য় Verb এর সাথে ing যোগ হয়, নতুবা উদ্দেশ্য বোঝতে ২য় Verb এর পূর্বে to বসে। ‘সংবাদপত্র আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে’। এখানে ২য় Verb টি দিয়ে উদ্দেশ্য বোঝানো হয়েছে, তাই ব্রাকেটের Verb এর আগে to বসিয়ে মূল Verb- acquire ব্যাহার করতে হবে। গ্যাপ (g) এর আগের which অনুযায়ী গ্যাপের Verb টি পরিবর্তন হবে। which দ্বারা Knowledge কে বোঝানো হচ্ছে। এই knowledge ই এখানে Subject যা 3rd Person Singular Number. আর sentence টি Present Indefinite Tense. আছে। তাই গ্যাপ (g) তে be verb হিসেবে is ব্যবহৃত হবে।
Explanation-H:
অনুবাদ: সংবাদপত্র পড়া ব্যতিত কেউ বহি:বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না। ব্যাখ্যা: এই বাক্যের অর্থ ‘যোগাযোগ রক্ষা করতে পারে না/ যোগাযোগ maintain করতে পারে না। এখানে ‘পারা’ অর্থে গ্যাপে can হবে এবং ব্রাক্যেটের Verb এর কোন পরিবর্তন হবে না।
Explanation-I:
অনুবাদ: জীবন যুদ্ধে শুধু পুস্তকের জ্ঞান পর্যাপ্ত নয়। ব্যাখ্যা: এই বাক্যটিতে Mare bookish knowledge হলো Subject. যা 3rd Person Singular Number। আর বাংলা অনুবাদ থেকে বোঝা যায় বাক্যের Verb টি Present Indefinite Tense. তাই গ্যাপে Be Verb হিসেবে is ব্যাবহৃত হবে।
Explanation-J, K:
ব্যাখ্যা: এই Sentence টি who Relative Pronoun যুক্ত একটি Sentence. আমরা যদি বাক্যটির ২য় অংশের দিকে লক্ষ্য করি, তবে এই Sentence এর Problem Solve করাটা সহজ হবে। ২য় অংশে আছে (be) a creature of narrow well. অর্থ ‘সংকীর্ণ কূয়ার জীব/ কূয়োর ব্যাঙ’। যদি আমরা বলি, “যে প্রতিদিন সংবাদপত্র পড়ে, সে কূয়োর ব্যাঙ”। তহলে হবে? হবে না। আবার যদি বলি, ‘যে প্রতিদিন সংবাদপত্র পড়ে না, সে কূয়োর ব্যাঙ’। এই অনুবাদটি সংগতিপূর্ণ হবে। এতগুলো কথা বললাম এটা বোঝানোর জন্য যে, ১ম অংশে Negative করতে হবে। এই Sentence টিতে Who এর আগের A man হচ্ছে Subject যা 3rd Person Singular Number. বাংলা অনুবাদ থেকে বোঝা যায় Verb টি Present Indefinite Tense আছে। অতএব গ্যাপ (j) তে does not read হবে।
Explanation-L, M:
অনুবাদ: চলতি বিষয় সম্পর্কে অজ্ঞ হয়ে কেউ শিক্ষত সমাজে কোন কথাবার্তা এবং আলোচনায় অংশ গ্রহণ করতে পরে না। এবং এখানে সে অসস্থিকর এক অবস্থায় বসবাস করতে পারে না। ব্যাখ্যা: গ্যাপ (l) এর আগে আছে cannot. Can হলো Modal Auxiliary Verb তাই গ্যাপ (l) এ ব্র্যাকেটের Verb এর কোন পরিবর্তন হবে না। গ্যাপ (m) এ can not live ব্যবহার করতে হবে।
Explanation-N:
অনুবাদ: ছাত্রছাত্রীদের সংবাদপত্র পড়তে বলা হয়। ব্যাখ্যা: এখনে Subject হলো Students যা 3rd Person Plural Number. বাংলা অনুবাদ থেকে বোঝা যায় Subject কাজ করছে না এবং Verb টি Present Indefinite Tense আছে। অতএব গ্যাপে are এবং ask এর Past Participle- asked হবে। (n) are asked