Essay writing rules for students
Essay এর Length হবে বড় এবং এর Content হবে বেশি। Essay তে মূল বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য A group of paragraphs ব্যবহার করা হয়। Essay হলো কিছু paragraph এর সমাহার।
Essay এর main idea কে thesis বলা হয় এবং যে সকল sentence এর মধ্যে এই thesis টা উল্যেখ করা হয় তাকে thesis statement বলে। Essay এর thesis statement টি সাধারণত Essay এর শুরুতে থাকে।
Essay কি বা Essay কাকে বলে?
শাব্দিক অর্থে Essay অর্থ চেষ্টা করা বা পরীক্ষা করা। যে লেখার মাধ্যমে বিশেষ কোন বিষয় সম্পর্কে লেখকের জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি পরীক্ষা করা যায় তাকে Essay বলে। Walker মনে করেন, “Essay is a short, incomplete and unsystematic composition on a given subject.” পরীক্ষার বিষয় হিসেবে Essayএর মাধ্যমে পরীক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা, চিন্তাশক্তি, কল্পনাশক্তি, প্রকাশভঙ্গি ও ভাষার উপর আধিপত্য মূল্যায়ন করা হয়।
Essay প্রধানত দুই ধরনের Formal এবং Literary or Personal. যে কোন নির্দিষ্ট বিষয় অবলম্বন করে নিজের মনোভাব ব্যাখ্যা করাই হচ্ছে Essay লেখার প্রধান উদ্দেশ্য। সমগ্র Essayম্বর মধ্যে একটা ঐক্য থাকতে হবে। Essay-র বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংলগ্ন হতে হবে যাতে একে একটি পূর্ণাঙ্গ অংশ হিসেবে বিবেচনা করা যায়। অন্যথায় আঙ্গিক দিক থেকে Essay হবে অসম্পূর্ণ।
Essay লেখার সময় শিক্ষার্থীদের নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে।
1. Essay মোটামুটি তিনটি প্রধান অংশে বিভক্ত থাকবে সূচনা, মূল বক্তব্য ও উপসংহার। সূচনা এমন হতে হবে যেন বিষয়বস্তুর প্রতি পাঠকের ঔৎসুক্য জাগে। উপসংহারে পাঠকের ঔৎসুক্য পরিতৃপ্তি লাভ করবে।
2. মূল বক্তব্যে বিষয়বস্তুর পক্ষে ও বিপক্ষে মতামত সন্নিবেশিত হবে। Essay-র তিনটি অংশের মধ্যে একটি যুক্তিযুক্ত ঘনিষ্ঠ ঐক্য থাকবে। শব্দ, শব্দাংশ এবং পারিভাষিক শব্দের প্রয়োগ হতে হবে।
3. তথ্যমূলক Essay-র ক্ষেত্রে আধুনিক তথ্য সন্নিবেশ করতে হবে। Essayম্বর ভাষা হবে বিষয়বস্তু অনুযায়ী। গুরুত্বপূর্ণ বিষয়ের ভাষা হবে গাম্ভীর্যপূর্ণ। আবার সহজ সরল বক্তব্য প্রকাশের জন্য সরলতার দিকে নজর দিতে হবে।
4. Essay-র আকারের প্রতি দৃষ্টি দিতে হবে। Essay খুব বেশি বড় বা ছোট হবে না, তবে বক্তব্যের পূর্ণতা থাকতে হবে।
Essay কে দুইটি দৃষ্টিকোণ থেকে লেখা হয়।
1. Subjective point of view: এই ধরনের Essay হলো কোন লেখকের personal experience. এখানে লেখকের ব্যক্তিগত Feeling ও emotion থাকে।
2. Objective point of view: এই ধরনের তে কোন বিষয়কে লেখক সম্পূর্ণ নৈব্যক্তিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেন। এই ধরনের Essay কে Impersonal Essay বলে।
Essay লেখার কৌশল
👉Essay এর মধ্যে একটা Beginning middle এবং End থাকে।
👉Essay/composition এর beginning এর কাজ হচ্ছে Essay এর main theme introduce করা।
👉Essay এর middle/Body অংশকে Body অংশ বলে। এই middle/Body অংশের কাজ হলো Essay এর theme কে সঠিকভাবে explain অথবা Develop করা।
👉Essay এর End অংশের কাজ হলো Composition/Essay এর সুন্দর, যৌক্তিক এবং সন্তোষজনক পরিসমাপ্তি টানা।
👉Essay এর Beginning হতে হয় একটা complete Paragraph দিয়ে। এই Para কে আমরা introductory Para বলি। এটি Essay এর ১ম para এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্যেই পুরো Essay এর thesis statement থাকে। এখানে পুরো Essay Gigist/ summary পাওয়া যায়। এই Para পড়লে পুরো Essay এর বিষয়বস্তু সম্পর্কে একটা পরিষ্কার ধারনা পাওয়া যায়।
👉Essay এর Body সাধারণত আকারে বেশ বড় হয়। এখানে theme কে Develop করতে বেশ কিছু সংখ্যক পূর্ণ Para থাকে। Essay এর Body তে কয়টা Para থাকবে তার কোন সুনির্দিষ্ট রীতি নাই তবে তা নির্ভর করে লেখকের ইচ্ছার উপর এবং রচনার বিষয়বস্তুরতে কয়টি অংশ তার Demand এর উপর।
👉Essay এর Body এর কাজ হচ্ছে introductory Para তে যে main idea বা thesis উলেখ করা রয়েছে তার সন্তোষজনক ব্যাখ্যা করা, সম্প্রসারিত করা এবং যুক্তি ও প্রমাণের মাধ্যমে তার শুদ্ধতা প্রতিপন্ন/নিশ্চিত করা। Body তে যে Paragraph গুলি ব্যবহৃত হবে সেগুলোর মধ্যে যেন Unity থাকে তা খেয়াল রাখতে হবে।
👉Body এর প্রতিটি Para তে গোটা বিষয়বস্তুর এক একটা aspect/Point নিয়ে আলোচনা করতে হবে। এখানে এক Para থেকে অন্য Para তে যেতে abrupt jump (আকস্মিক লাফ) দেয়া যাবে না। এক Para থেকে Para তে যেতে বা এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে সুন্দর একটা Context modulator/transition- al device/Linker ব্যবহার করতে হবে যাতে করে যেকোন দুটো Para এর মধ্যে একটা সুন্দর যুতসই Bridge তৈরি হয়।
👉Essay তে সুন্দর একটা Concluding Para থাকে যার কাজ হচ্ছে পুরো বিষয়বস্তুর একটা সুন্দর এবং সন্তোষজনক পরিসমাপ্তি টানা। এই Para তে নতুন কোন তথ্য দেয়া যাবে না। গোটা Essay তে যে সমস্ত তথ্য দেয়া হয়েছে সেগুলোর একটা সংক্ষিপ্ত সারাংশ এখানে উপস্থাপন করতে হবে। সহজ ভাবে বলা যায় যে, introductory Para তে যে Point গুলো উলেখ করা হয়েছে সেগুলোকে অন্যভাবে paraphrase আকারে পুনরুলেখ করা যায়। এই জন্য এই Para কে Restatement বলা হয়।
👉Essay এর structure হতে হবে বৃত্তের মতো। লেখক যেখান থেকে Essay লেখা শুরু করেছিলেন বিভিন্ন জায়গা পরিভ্রমণ শেষে আবার তাকে সেখানেই ফিরে আসতে হবে।
Essay মূলত ৩ প্রকার
Description Essay: এখানে কোন ব্যক্তি, বস্তু বা স্থানের বর্ণনা থাকে। এই ধরনের Essay তে subjective বা Objective দৃষ্টিকোণ থেকে লেখক কোন কিছু বর্ণনা করতে পারেন।
Narrative Essay: এ ধরনের Essay তে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞাতা রচনার বিষয়বস্তু হতে পারে। এই ধরনের Essay তে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা রচনার বিষয়বস্তু হতে পারে। এই ধরনের Essay তে লেখক ক্রম্ময়ে একের পর এক সব ঘটনা উপস্থাপন করতে পারেন।
Expository Essay: এই ধরনের Essay তে সব সময়ই একটা thesis থাকে এবং সেই thesis কে Explain এবং Expand করাই হচ্ছে লেখকের মূল কাজ। এখানে Argumentative Essay ও সন্নিবেশ থাকে।
তবে মনে রাখতে হবে একটা Essay-পুরোপুরি একটা Class এর নাও হতে পারে। যেমন Narrative Essay তে কোন কিছুর Description ও থাকতে পারে।