SSC & HSC Grammar Lecture Sheet অথবা Board Question Solution এর পিডিএফ এবং ওয়ার্ড ফাইল ক্রয় করতে Click here!

Macbeth Bangla Summary PDF

উইলিয়াম শেক্সপিয়ার রচিত বিখ্যাত একটি ট্রাজেডি হলো ম্যাকবেথ। তার বিয়োগান্ত নাটকের মধ্যে এই নাটকটি সবচেয়ে ছোট বলে মনে করা হয়। নাটকের কাহিনী একজন স্কটিশ সেনাপতি দলের একজন জেনারেল ম্যাকবেথকে ঘিরে সে কিভাবে তিনজন ডাইনীর ভবিষ্যদ্বাণীর দ্বারা প্রভাবিত হয়ে স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যা করে ও অবশেষে সেও তার করুণ পরিনতির শিকার হয়।

নাটকের শুরুতে দেখা যায় ম্যাকডোনাল্ড, স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে বিদ্রোহ করে। রাজার এই বিপদের সময় তার সেনাপতি ও জেনারেলসহ, তার বিশ্বস্ত সবাই তার পাশে দাঁড়ায়। রাজার সেনাপতি দলের একজন জেনারেল ছিল ম্যাকবেথ যে কিনা থেন অভ গ্ল্যামিস নামে পরিচিত।

রাজার নির্দেশে ম্যাকবেথ সহ অন্যান্য জেনারেল ও সেনাপতিরা কডরের বিরুদ্ধে যুদ্ধ করে ও সফল হয়। একদিন যুদ্ধক্ষেত্র থেকে ম্যাকবেথ, ব্যাঙ্কোর সাথে বাড়ি ফিরছিলেন। তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। মাটির নিচ থেকে বের হয়ে আসে অদ্ভুত ও ভয়ংকর আকৃতির ডাইনী। ওদের দেখে ম্যাকবেথ ভয় পেয়ে যায়।

ওরা তিনজন ম্যাকবেথ কে তিন উপাধিতে সম্বোধন করেন। ১ম ডাইনী ম্যাকবেথকে উদ্দেশ্য করে বলে উঠে অভিনন্দন লর্ড অভ গ্ল্যামিস, ২য় ডাইনী বলে অভিনন্দন লর্ড অভ কডর ও ৩য় ডাইনী বলে অভিনন্দন স্কটল্যান্ডের নতুন রাজা।
Macbeth Bangla Summary PDF
১ম ডাইনীর সম্বোধনে ম্যাকবেথ ও ব্যাঙ্কো কেউই বিস্মিত হয়নি। কিন্তু ২য় ও ৩য় ডাইনীর সম্বোধনে তারা খুব বিস্মিত হয়। কৌতূহলবশে তারা ব্যাঙ্কোর সম্পর্কে জানতে চাইলে তারা বলে ব্যাঙ্কো যদিও রাজা হবেনা কিন্তু সে ম্যাকবেথকেও ছাড়িয়ে যাবে। কৌতূহলী ম্যাকবেথ আরও কিছু জানতে চাইছিল কিন্তু তিন ডাইনী যেমন হঠাৎ হাজির হয়েছিল তেমনি আবার হঠাৎ মিলিয়ে গেল! দুই জেনারেল বিস্ময়ে হতবাক। আজব এই অভিজ্ঞতার কথা যখন আলাপ করতে শুরু করেছে ঠিক তখনি রাজার ক'জন কর্মচারীকে দেখা গেল ঘোড়ায় চেপে ওদের দিকে আসতে। তারা জানায় রাজা ম্যাকবেথের উপর খুশি হয়ে তাকে থেন অভ কডর উপাধিতে ভূষিত করেছেন।'

ম্যাকবেথ আর ব্যাঙ্কো চমকিত হল। দ্বিতীয় ডাইনীর ভবিষ্যদ্বাণী সত্যিই ফলে গেছে। ম্যাকবেথকে দ্বিতীয় ডাইনী 'লর্ড অভ কডর' নামে সম্বোধন করেছিল। আর এখন সে তাই হয়ে বসে আছে। দ্রুত খেলে চলেছে ম্যাকবেথের মাথা। তবে কি তৃতীয় ডাইনীর কথাও ফলবে? সত্যিই কি সে কখনও স্কটল্যান্ডের রাজা হতে পারবে? ম্যাকবেথ এবার চাইল ব্যাঙ্কোর দিকে। ম্যাকবেথ, ব্যাঙ্কোকে বলল 'তোমার বংশধরেরা রাজা হবে'। ব্যাঙ্কো অবশ্য পাত্তা দিল না তার কথা।

আমি এ জীবগুলোর কথা বিশ্বাস করি না। ওরা শয়তান, আমাদেরকেও শয়তান বানাতে চায়। খারাপ কাজ করাতে চায়। ওদের কথা বিশ্বাস করলে বিপদে পড়বে। কিন্তু ব্যাঙ্কোর কথায় কর্ণপাত করল না ম্যাকবেথ। ইতোমধ্যেই সে নিজেকে রাজা ভাবতে শুরু করেছে। ভাববে না-ই বা কেন? সে রাজা ডানকানের নিকটাত্মীয়। রাজার দরবারের অন্যতম জনপ্রিয় সভাসদও বটে। তার বয়স কম।

রাজা বিদ্রোহ দমনের পুরস্কার হিসেবে ম্যাকবেথকে বিশেষ সম্মান প্রদর্শন করতে চাইলেন। সে সময়কার প্রথা অনুযায়ী তিনি ম্যাকবেথের দুর্গে বেড়াতে আসবেন ঘোষণা করলেন। রাজার সিদ্ধান্তের কথা শুনে তক্ষুণি রওনা করল ম্যাকবেথ, তার স্ত্রীকে রাজার আগমন বার্তা জানানোর জন্যে। বাড়ির পথে রওনা দেয়ার আগে ম্যাকবেথ স্ত্রীর উদ্দেশে একটা চিঠিও লিখল।

চিঠিতে সে ডাইনীদের ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করল। লেডি ম্যাকবেথও স্বামীর চেয়ে কম উচ্চাকাঙ্ক্ষী নয়। সে ভবিষ্যদ্বাণীর সফলতার জন্যে সব কিছু করতে প্রস্তুত। তাই মনে মনে ভাবে যতদিন রাজা ডানকান বেঁচে আছে ততদিন ম্যাকবেথের রাজা হওয়ার কোন সুযোগই নেই। তাই যেকোন মূল্যে ডানকানকে রাস্তা থেকে সরাতে হবে।

সৌভাগ্যক্রমে রাজা আসছেন তাদের দুর্গে। মস্তবড় সুযোগ জুটে গেছে ভাগ্যে। প্রথম রাতেই খুন করতে হবে রাজাকে। কেউই সন্দেহ করতে পারবে না তার স্বামীকে কারণ সাম্প্রতিক যুদ্ধে রাজার প্রতি আনুগত্যের প্রমাণ রেখেছে ম্যাকবেথ। স্বামী পৌছামাত্রই লেডি ম্যাকবেথ তার পরিকল্পনার কথা প্রকাশ করল। যা ভেবেছিল তাই। বেঁকে বসল ম্যাকবেথ।

সে অবশ্যই রাজা হতে চায়, কিন্তু ডানকানকে খুন করে নয়। লেডি ম্যাকবেথ স্বামীকে শিখিয়ে পড়িয়ে দিল কিভাবে সাদর আমন্ত্রণ জানাতে হবে রাজাকে। রাজা তার দু'ছেলে এবং অন্যান্য লোকদের নিয়ে দুর্গে পৌঁছালে লেডি ম্যাকবেথ সকলকে আন্তরিক অভ্যর্থনা জানাল। তার আতিথেয়তায় মুগ্ধ হলেন রাজা। ক্লান্ত রাজা তখুনি বিশ্রামের জন্যে বিছানায় যেতে মনস্থ করলেন। তবে তার আগে বিশাল এক হীরকখণ্ড উপহার দিলেন লেডি ম্যাকবেথকে, তার আন্তরিকতা ও সুন্দর আতিথেয়তার জন্যে।

সন্ধ্যা গড়িয়ে রাত নামল। বেড়ে চলল ম্যাকবেথের অস্বস্তি আর অস্থিরতা। রাজার হত্যাকাণ্ডে সায় নেই তার। কিন্তু তার কথা শোনার পাত্রী নয় লেডি ম্যাকবেথ। তার বিশ্বাস, খুব সহজেই ডানকানকে খুন করে তার দায়ভার চাপিয়ে দেয়া যাবে অন্যদের ওপর। রাজাকে হত্যা করার সবকিছু পরিকল্পনা মাফিক করে রাখলো লেডি ম্যাকবেথ।

সে রাতে সবাই তখন ঘুমে অচেতন। রাজার ঘরে প্রবেশ করল লেডি ম্যাকবেথ। গার্ডদেরও ঘুমাতে দেখে সাহস বেড়ে গেল তার। নিজেই খুনটা করতে মনস্থ করল সে। কিন্তু ছুরি হাতে ঘুমন্ত ডানকানের দিকে এগোতেই নিজের মৃত বাবার কথা মনে পড়ে গেল তার। ফলে পিছিয়ে এল সে। চুপিসারে বেরিয়ে গেল ঘর থেকে। ছুরিটা ধরিয়ে দিল অপেক্ষমাণ স্বামীর হাতে।

অন্ধকার রাতে ছুরি হাতে ডানকানের ঘরের দিকে এগোল ম্যাকবেথ। দুরুদুরু কাঁপছে বুকটা। খানিক দূর এগোতেই ভয়ে হাত-পা অসাড় হয়ে এল তার। দেখতে পেল শূন্য থেকে একটা ছুরি ঝুলছে। টপটপ করে রক্ত পড়ছে ওটা থেকে। ঠিক তার হৃৎপিণ্ডের দিকে তাক করে রয়েছে ওটার তীক্ষ্ণ ফলা। হাত বাড়িয়ে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে পূর্ণ ধারণা না নিয়েই যুদ্ধক্ষেত্রে বেরিয়ে আসবে। ম্যালকমের রণকৌশল সত্যিই কাজে লাগল। গাছের ডালগুলোকে এগোতে দেখে দূত ভেবেছে পুরো বার্নাম জঙ্গলটাই এগিয়ে আসছে। ডাইনীদের ভবিষ্যৎদ্বাণী এবারেও ফলে গেল।

ম্যাকবেথ বুঝতে পারল, ডাইনীরা বিভ্রান্ত করেছে তাকে। সে উপলব্ধি করল, ব্যাঙ্কোও ঠিকই বলেছিল। ডাইনীদের ভবিষ্যৎদ্বাণীতে বিশ্বাস করা মোটেই উচিত হয়নি। ম্যাকডাফ, ম্যাকবেথকে হত্যা করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ম্যাকবেথ ও ম্যাকডাফ আঘাত, পাল্টা আঘাতে ক্লান্ত।

ম্যাকবেথ, ম্যাকডাফকে উদ্দেশ্য করে বলে সে মিছে চেষ্টা চালাচ্ছে কারণ কোন মহিলার প্রসবিত সন্তান কখনোই তার ক্ষতি করতে পারবেনা। তখন ম্যাকডাফ বলে আমি নির্দিষ্ট সময়ের আগেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশু। দম নেয়ার জন্যে খানিকক্ষণের জন্যে থামল ওরা। আঁতকে উঠল ম্যাকবেথ। স্পষ্ট বুঝল আবারও বিভ্রান্ত হয়েছে সে, ডাইনীদের ভবিষ্যৎদ্বাণীতে বিশ্বাস করে। ওদেরকে অভিশাপ দিল সে।

ম্যাকবেথ মৃত্যুবরণ করল ম্যাকডাফের হাতে। যুদ্ধ শেষে ম্যালকম, রস, লিনক্স, সিউয়ার্ড সবাই এক জায়গায় জড়ো হয়েছেন। ম্যাকডাফের হাতে ম্যাকবেথের ছিন্নমুণ্ডু দেখে সবাই খুশি হল। ম্যালকমকে সবাই তাদের রাজা বলে ঘোষনা করল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url