Brain Drain Bangla meaning

Brain Drain এর অর্থ মেধা পাচার।

মেধা পাচার কাকে বলে?

মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ লোকদের চাকচিক্যে আকৃষ্ট হয়ে মেধাবী ছেলেমেয়েরা তাদের এক দেশ থেকে অন্য দেশে অভিবাসিত হওয়াকে মেধা পাচার বলে।

উন্নত দেশসমূহের গরিব মাতৃভূমি ত্যাগ করে বিদেশে যায় এবং তাদের উচ্চতর শিক্ষা শেষ করার পর সেখানে স্থায়ীভাবে থেকে যায়।

অনেক সময়ই দক্ষ ডাক্তার, বৈজ্ঞানিক ও প্রকৌশলীরা বিদেশে যায় এবং সেখানে মোটা বেতনে ও উন্নততর সুযোগ-সুবিধার বিনিময়ে চাকুরি করে।

মেধাপাচারের ফলে দেশটি তার অধিকতর মেধাসম্পন্ন লোকদের সেবা থেকে বঞ্চিত হয়। এটা তখনই ঘটে যখন সময়ের জন্যে কাজ করে এবং তাদের নিজের দেশে এই মেধাবী ও দক্ষ লোকেরা পড়ে।

কিন্তু অনেকেই উচ্চ এই মেধাবী লোকেরা স্থায়ীভাবে সেদেশে চলে যায়। যদি তারা সেখানে একটা নির্দিষ্ট অর্থ-প্রেরণ করে তাহলে দেশটি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে উপকৃত হয়।

আর যদি তাদের দেশ চিরতরে ত্যাগ করে তাহলে গরিব দেশটি তার অধিকতর ভাল সন্তানদের হারিয়ে দরিদ্রতর হয়ে বেতন ও অধিকতর সুযোগ-সুবিধার প্রতি আকৃষ্ট না হয়ে নিজ দেশেই থেকে যায় এবং মাতৃভূমির মঙ্গলের জন্যে কাজ করে থাকে এবং তারাই সত্যিকারের দেশপ্রেমিক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url